আধার যোগ না করলে এখনই কাটা হচ্ছে না মোবাইল সংযোগ

Updated By: Nov 8, 2017, 11:09 AM IST
আধার যোগ না করলে এখনই কাটা হচ্ছে না মোবাইল সংযোগ

নিজস্ব প্রতিনিধি:  আপাতত কাটল ফাঁড়া। মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ না করলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলে ঘোষণা করল টেলিকম মন্ত্রক। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার পরবর্তী শুনানি অগামী ২৩ নভেম্বর।
মোবাইলের সঙ্গে আধার সংযোগ নিয়ে বলতে গিয়ে টেলিকম মন্ত্রকের সচিব অরুণা সুন্দররাজন জানিয়েছেন, টেলিকম মন্ত্রক সুপ্রিম কের্টের রায়ের জন্য অপেক্ষা করছে। ফলে যারা এখনও তাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্ত করেননি তাদের সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনও সম্ভাবনা এখনই নেই।

আরও পড়ুন-অ্যাপেলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ ইজরায়েলি সংস্থার

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করতে হবে বলে এর আগে নির্দেশিকা জারি করেছিল টেলিকম মন্ত্রক। এর পরই ওই সময়সীমার মধ্যে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে গ্রাহকদের জানিয়ে দিল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। টেলিকম মন্ত্রকের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার রায়ের ওপরেই ঝুলে রইল সিদ্ধান্তের বাস্তবায়ন।

আরও পড়ুন-দিল্লি বিমানবন্দরে যাত্রীকে মারধর ইন্ডিগো-র কর্মীদের, ভাইরাল হল ভিডিও

.