ভোটের মুখে মায়াবতীকে ধাক্কা কমিশনের

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেলেন বিএসপিনেত্রী মায়াবতী। রাজ্য জুড়ে প্রকাশ্য স্থানে মায়াবতীর সমস্ত মূর্তি ঢেকে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএসপি সুপ্রিমো ছাড়াও, তাঁর দলের প্রতীক হাতির মূর্তির ক্ষেত্রও একই নির্দেশিকা জারি করেছে কমিশন।

Updated By: Jan 7, 2012, 07:01 PM IST

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেলেন বিএসপিনেত্রী মায়াবতী। রাজ্য জুড়ে প্রকাশ্য স্থানে মায়াবতীর সমস্ত মূর্তি ঢেকে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএসপি সুপ্রিমো ছাড়াও, তাঁর দলের প্রতীক হাতির মূর্তির ক্ষেত্রও একই নির্দেশিকা জারি করেছে কমিশন। ৫ বছরের শাসনকালে সরকারি অর্থে সেরাজ্যের বিভিন্ন জায়গায় নজিরবিহীন ভাবে নিজের ও বিএসপির দলীয় প্রতীক হাতির মূর্তি গড়িয়েছিলেন বহিনজি। কয়েকশো কোটি টাকা ব্যায়ে তৈরি মূর্তিগুলি প্রথম থেকেই ভোটে বিরোধীদের অন্যতম ইস্যু ছিল। মূতিগুলি ভোটের আগে জনমানসে প্রভাব ফেলবে বলে নির্বাচন কমিশনের নালিশ করেছিল বিরোধী দলগুলি। সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার মূর্তিগুলি ঢেকে রাখার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। বিএসপিকে যাতে বাড়তি অ্যাডভান্টেজ না-পেতে পারে সেজন্যই এই নির্দেশ নির্বাচন কমিশনের। যে মূর্তিগুলি সরকারি অর্থে নির্মিত, কেবল সেগুলির ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশে খুশি উত্তরপ্রদেশের বিরোধী দলগুলি। কংগ্রেস এই ঘোষণাকে উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে।

.