মাওবাদীদের সঙ্গে গোপন আঁতাত করছে কংগ্রেস, জোর গলায় অভিযোগ মোদীর

কংগ্রেস-মাওবাদী ব্যাকডোর আঁতাতের অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। আজ ছত্তিশগড়ে নির্বাচনী সভায় এই অভিযোগ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তাঁর অভিযোগ, ছত্তিশগড় মাওবাদী সমস্যায় জর্জরিত হলেও সাহায্যের হাত বাড়ায়নি কেন্দ্রীয় সরকার।  

Updated By: Nov 14, 2013, 09:10 PM IST

কংগ্রেস-মাওবাদী ব্যাকডোর আঁতাতের অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। আজ ছত্তিশগড়ে নির্বাচনী সভায় এই অভিযোগ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তাঁর অভিযোগ, ছত্তিশগড় মাওবাদী সমস্যায় জর্জরিত হলেও সাহায্যের হাত বাড়ায়নি কেন্দ্রীয় সরকার।  
মাওবাদী সমস্যা মেটাতে কেন্দ্র যতই উদ্যোগী হোক তাতে আস্থা নেই নরেন্দ্র মোদীর। উল্টে মাওবাদীদের সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাঁতের অভিযোগ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ছত্তিশগড়ে ভোটপ্রচারে কেন্দ্রীয় সাহায্য নিয়ে সোনিয়া, রাহুলকে আক্রমণ শানালেন। তাঁর কটাক্ষ, ম্যাডাম আর শাহাজাদার হাবভাব এরকম যেন মামার বাড়ি টাকা বিলোনো হচ্ছে।      
 
মাওবাদী সমস্যা জর্জরিত রাজ্য ছত্তিশগড়। এই রাজ্যের নির্বাচনী সভায় মাওবাদী সমস্যাকে সামনে রেখে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। মাওবাদীদের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতার অভিযোগ করলেন। সেই সঙ্গে দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসকে চোখা চোখা ভাষায় আক্রমণ করলেন।
 একশো দিনের কাজ নিয়ে কংগ্রেস যতই বড়াই করুক, এই দারিদ্র্য নিয়েই সোনিয়া গান্ধীদের বিঁধলেন মোদী। তাঁর অভিযোগ, দারিদ্র্যকে বিক্রি করছে কংগ্রেস। কেন্দ্রীয় সাহায্য নিয়ে সোনিয়া, রাহুলদের বড়াইকে চিড়েচ্যাপ্টা করে দিলেন।
 
যে শব্দবাণ মোদী প্রয়োগ করলেন, নিশ্চিতভাবে তার জবাব দেবে কংগ্রেস। ফলে মোদীর অভিযোগ ঘিরে কংগ্রেস-বিজেপির রাজনীতির তরজা আরও জমে উঠল।    
    
ভাবখানা এমন যেন মামার বাড়ি টাকা বিলোচ্ছে। কেন্দ্রীয় সাহায্য নিয়ে কংগ্রেসকে এভাবেই  কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। আজ ছত্তিশগড়ের নির্বাচনী সভায় কংগ্রেসকে নানাদিক থেকে আক্রমণ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তাঁর কটাক্ষ, দারিদ্র্যকে বিক্রি করছে কংগ্রেস।

.