`কেজরিয়ালের ভোঁতা অনশন অস্ত্রে ডরায় না কংগ্রেস `

চলতি মাসের ২৩ তারিখ থেকে দিল্লিতে বিদ্যুৎ ও জলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে সমাজকর্মী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের অনশন হুমকিকে আমল দিতে রাজি নয় কংগ্রেস। সোমবার কংগ্রেস মুখপাত্র পি সি চাকো কেজরিওয়ালকে কটাক্ষ করে সাংবাদিকদের বলেন, "কেজরিওয়াল বহুবার আমরণ অনশনের হুমকি দিয়েছেন। একটা মানুষ কতবার মরতে পারেন?" সেইসঙ্গে বারবার অনশন অস্ত্র ব্যবহারের পন্থাকে মানুষ আর গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেছেন তিনি।

Updated By: Mar 4, 2013, 11:00 PM IST

চলতি মাসের ২৩ তারিখ থেকে দিল্লিতে বিদ্যুৎ ও জলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে সমাজকর্মী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের অনশন হুমকিকে আমল দিতে রাজি নয় কংগ্রেস। সোমবার কংগ্রেস মুখপাত্র পি সি চাকো কেজরিওয়ালকে কটাক্ষ করে সাংবাদিকদের বলেন, "কেজরিওয়াল বহুবার আমরণ অনশনের হুমকি দিয়েছেন। একটা মানুষ কতবার মরতে পারেন?" সেইসঙ্গে বারবার অনশন অস্ত্র ব্যবহারের পন্থাকে মানুষ আর গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর তরফে সমাজকর্মীদের সঙ্গে আলোচনা করতে কেবিনেটের প্রবীণ মন্ত্রীদের পাঠানোর প্রসঙ্গ উল্লেখ করে চাকো বলেন, "যখন কেউ অবস্তাব কথা বলেন, তখন তা আমরা শুনতে বাধ্য নই।"
এ দিনই কেজরিওয়াল ঘোষণা করেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে ২৩ মার্চ থেকে অনশনে বসছেন তিনি। সেইসঙ্গে দিল্লির নাগরিকদের বিদ্যুৎ বিল না দিয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।

.