কর্ণাটকে ফের হার বিজেপির, জোটমন্ত্রে বাজিমাত কংগ্রেস-জেডিএসএর

কর্ণাটক বিধানসভায় আরও মজবুত হল জেডিএস - কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতা। বুধবার বেঙ্গালুরুর জয়নগর বিধানসভা নির্বাচনে জিতলেন কংগ্রেস প্রার্থী। নিকটতম বিজেপির প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৪,০০০ ভোটে হারিয়ে কেন্দ্রটি ছিনিয়ে নিলেন সোমায়া রেড্ডি। এর ফলে কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে হল ৮০। 

Updated By: Jun 13, 2018, 12:24 PM IST
কর্ণাটকে ফের হার বিজেপির, জোটমন্ত্রে বাজিমাত কংগ্রেস-জেডিএসএর

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক বিধানসভায় আরও মজবুত হল জেডিএস - কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতা। বুধবার বেঙ্গালুরুর জয়নগর বিধানসভা নির্বাচনে জিতলেন কংগ্রেস প্রার্থী। নিকটতম বিজেপির প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৪,০০০ ভোটে হারিয়ে কেন্দ্রটি ছিনিয়ে নিলেন সোমায়া রেড্ডি। এর ফলে কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে হল ৮০। 

 

গত ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। তবে বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক বিএন বিজয়কুমারের মৃত্যুতে স্থগিত হয়ে যায় জয়নগর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ। গত ১১ জুন সেখানে ভোটগ্রহণ হয়। ভোট পড়েছিল ৫৫ শতাংশ। নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রয়াত বিজয়কুমারের ভাই বিএন প্রহ্লাদ। কংগ্রেস প্রার্থী ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামলিঙ্গ রেড্ডির মেয়ে সোমায়া। ওদিকে জোটধর্ম পালন করে নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয় জেডিএস। 

কুমারস্বামীকে ‘ফিটনেস’ চ্যালেঞ্জ মোদীর

বুধবার ছিল জয়নগরের ভোটগণনা। ফল বেরোলে দেখা যায় কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস - জেডিএস জোট। আসনটিতে কংগ্রেস প্রার্থী সোমায়া পেয়েছেন ৫৪,০৪৫টি ভোট। যা মোট বৈধ ভোটের ৪৬ শতাংশ। বিজেপি প্রার্থী প্রহ্লাদ পেয়েছেন ৫০,২৭০টি ভোট। মোট প্রাপ্ত ভোটের ৩৩.২ শতাংশ। 

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট গঠনের পর এটাই ছিল প্রথম নির্বাচন। ভোটের ফলে আপাতত সফল বিজেপিকে মাত করার সমীকরণ। 

.