ভারত-পাক 'লড়াই' নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই বাংলাদেশি লেখিকা!

সার্জিকাল অ্যাটাকে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়া। উরি হামলার প্রতিবাদে সার্ক বয়কট করেছে বাংলাদেশ। এমন অবস্থায় সন্ত্রাস আর ধর্মান্ধতার বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন। লেখিকার টুইট, "এই লড়াই হিন্দু এবং মুসলিমের লড়াই নয়। এই লড়াই ভারত আর পাকিস্তানের নয়। লড়াই চলছে প্রগতিশীলতা বনাম বিচারশক্তিহীনতার। লড়াই চলছে ধর্মনিরেপেক্ষতা বনাম অন্ধবিশ্বাসের"।

Updated By: Oct 4, 2016, 12:39 PM IST
ভারত-পাক 'লড়াই' নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই বাংলাদেশি লেখিকা!

ওয়েব ডেস্ক: সার্জিকাল অ্যাটাকে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়া। উরি হামলার প্রতিবাদে সার্ক বয়কট করেছে বাংলাদেশ। এমন অবস্থায় সন্ত্রাস আর ধর্মান্ধতার বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন। লেখিকার টুইট, "এই লড়াই হিন্দু এবং মুসলিমের লড়াই নয়। এই লড়াই ভারত আর পাকিস্তানের নয়। লড়াই চলছে প্রগতিশীলতা বনাম বিচারশক্তিহীনতার। লড়াই চলছে ধর্মনিরেপেক্ষতা বনাম অন্ধবিশ্বাসের"

কাশ্মীর আমার! কাশ্মীর তোমর নয়, আমার! স্বাধীনতার জন্মলগ্ন থেকেই কাশ্মীর নিয়ে এই টানাটানি চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের মধ্যেই একটা ঠাণ্ডা যুদ্ধ সর্বদাই বিরাজ করে কাশ্মীর নিয়ে। কখনও আবার একেবারে বুলেট বিনিময়ে কাশ্মীর রক্ষা করেছে ভারত। কার্গিল যুদ্ধে পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ভারতের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হেরেছে পাকিস্তান। তবুও দম্ভ ও কাশ্মীর অধিকারের সাধ এখনও মেটেনি। সীমান্তের উত্তাপ এবার গোটা দেশেও। উরির সেনা ছাউনিতে পাকিস্তানিদের মদতে সন্ত্রাস, ১৮ জওয়ানের মৃত্য আবার উস্কে দিয়েছে কাশ্মীর ইস্যু। পাল্টা প্রত্যাঘাতে সীমান্ত রেখা পেরিয়ে অ্যাটাক করেছে ভারতও। ঘাত আর প্রত্যাঘাতে সীমান্তের আকশে এখন বারুদের গন্ধ। বুলেট আর কার্তুজ সীমান্ত পেরিয়ে প্রভাব ফেলেছে পাশের রাষ্ট্রগুলোতেও।

.