পঞ্জাবের রবি নদীতে একটি পরিত্যক্ত পাক নৌকো আটক করল বিএসএফ

পঞ্জাবের রবি নদীতে একটি পরিত্যক্ত পাক নৌকো আটক করল BSF। পাঠানকোট সেক্টরে টোটা গুরু পোস্টের কাছে এই নৌকোটি আটক করা হয়। তবে নৌকোতে কোনও যাত্রী ছিল না। কীভাবে সকলের নজর এড়িয়ে ভারতীয় জলসীমা লঙ্ঘন করল এই নৌকো, খতিয়ে দেখছে BSF। এরপরই গোটা এলাকায় তল্লাসি চালায় পুলিস।

Updated By: Oct 4, 2016, 12:26 PM IST
পঞ্জাবের রবি নদীতে একটি পরিত্যক্ত পাক নৌকো আটক করল বিএসএফ

ওয়েব ডেস্ক: পঞ্জাবের রবি নদীতে একটি পরিত্যক্ত পাক নৌকো আটক করল BSF। পাঠানকোট সেক্টরে টোটা গুরু পোস্টের কাছে এই নৌকোটি আটক করা হয়। তবে নৌকোতে কোনও যাত্রী ছিল না। কীভাবে সকলের নজর এড়িয়ে ভারতীয় জলসীমা লঙ্ঘন করল এই নৌকো, খতিয়ে দেখছে BSF। এরপরই গোটা এলাকায় তল্লাসি চালায় পুলিস।

আরও পড়ুন সকালে বাবুঘাটের কাছে নৌবাহিনীর স্পিডবোটে আগুন

দু দিন আগেই গুজরাত উপকূলের কাছে আরও একটি পাক নৌকো আটক করে উপকূলরক্ষী বাহিনীর জলযান সমুদ্র পাভক। এরপরই জঙ্গি হামলার আশঙ্কায় সীমান্তে নজরদারি চালাতে কেন্দ্রের কাছে অতিরিক্ত ১৫ কোম্পানি বাহিনী চেয়েছে পঞ্জাব সরকার।

আরও পড়ুন  ভোর তিনটে নাগাদ লুধিয়ানার কাছে পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেস

.