ফ্রি ওয়াইফাই থেকে এমএমএসে খাবারের অর্ডার-রেল বাজেট A to Z
রেল বাজেট ২০১৪-এক নজরে
ঘোষিত হল নরেন্দ্র মোদী সরকারের রেল বাজেট...এই রেল বাজেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখে নেওয়া যাক নজরে--
১ | নতুন কী | ** বুলেট ট্রেন (মুম্বই-আহমেদাবাদ রুট) || **নয়টি রুটে হাইস্পিড ট্রেন || **২৭টি এক্সপ্রেস ট্রেন, ৫টি জনসাধারণ, ৫টি প্রিমিয়াম এক্সপ্রেস, ৬টি নতুন এসি ট্রেন, ৮টি প্যাসেঞ্জার, ২ মেমু, ৫ ডেমু || ফল ও সব্জির জন্য বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন || দুধ পরিবহণের জন্য বিশেষ ট্রেন |
২ | যাত্রী স্বাচ্ছন্দ্য |
** সমস্ত প্রথম শ্রেণীর স্টেশনে ওয়াইফাই || **রাজধানী, শতাব্দীতে ওয়াইফাই || **চালু হবে ডিজিটাল রিজার্ভশেন লিস্ট || **স্টেশনে স্টেশনে ফুড কোর্ট || **সমস্ত বড় স্টেশনে পিপিপি মডেলে ফুটওভার ব্রিজ, চলমান সিড়ি,লিফট || **পরিচ্ছনতায় নজরদারির জন্য সিসিটিভি || **আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়.পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা || **বয়স্কদের জন্য ব্যাটারিচালিত গাড়ি || **এমএমএস করে অর্ডার দেওয়া যাবে খাবারও
**মোবাইল ও ডাকঘরে বুক করা যাবে টিকিট
**অসংরক্ষিত ও প্ল্যাটফর্ম টিকিট অনলাইনে পাওয়া যাবে **অনলাইনে রিটায়ারিং রুম বুকিং সব স্টেশনে **উন্নত হবে ই বুকিং ব্যবস্থা **ই বুকিং-এ এক মিনিটে বুক করা যাবে ৭ হাজার ২০০ টিকিট **একসঙ্গে লগ ইন করতে পারবেন ১ লক্ষ ২০ হাজার মানুষ **ব্যবহার করা হবে হাইস্পিট নেটওয়ার্ক |
৩ | এফডিআই |
** আধুনিকীকরণের জন্য বাড়তি অর্থের যোগানে রেলমন্ত্রী জোর দিয়েছেন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ওপর। রেলের অপারেশন ছাড়া সব ক্ষেত্রে এফডিআইয়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার মঞ্জুরি চেয়েছেন রেলমন্ত্রী।
** যাত্রী স্বাচ্ছন্দ্যে ডিজিটাইজেশন, পরিচ্ছন্নতায় বাড়তি বরাদ্দ এবং বেসরকারি উদ্যোগ, কেটারিংয়ে পরিচ্ছন্নতা ও বৈচিত্র আনতে বেসরকারি ফুডকোর্টের ঘোষণা |
৪ | বাংলার ভাগ্যে |
**প্রিমিয়ার ট্রেন- শালিমার-চেন্নাই প্রিমিয়ার ট্রেন
**এক্সপ্রেস ট্রেন- পারদ্বীপ-হাওড়া এক্সপ্রেস (সাপ্তাহিক) **ট্রেনের সম্প্রসারণ-হাওড়া-বেলদা মেমু থেকে জ্বলেশ্বর |
৫ | প্রকল্প |
** আর কোনও নতুন রেলপ্রকল্প নয়। পুরনো যে সব প্রকল্পের কাজ বাকি পড়ে রয়েছে, তা শেষ করার ওপরই জোর দেবে কেন্দ্র। জানিয়ে দিলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। ** গত ৯ বছরের ৯৯টি প্রকল্প ঘোষিত । তার মধ্যে শেষ হয়েছে মাত্র একটি প্রকল্প। বাকিগুলি শেষ করতে ১ লক্ষ ৮২ হাজার কোটি দরকার। ৪টি প্রকল্পের কাজ ৩০ বছর ধরে চলছে। অসম্পূর্ণ প্রকল্প শেষ করতে ৫ লক্ষ কোটি টাকা লাগবে। ** ১০টি মেট্রো স্টেশনকে হাইফাই করা হবে |