কোচিন আন্তর্জাতিক বিমান বন্দর এখন বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমান বন্দর

কোচির কোচিন আন্তর্জাতিক বিমান বন্দর এবার থেকে চালিত হবে সম্পূর্ণ সৌরশক্তিতে। মঙ্গলবার কোচিন বিমান বন্দরের কার্গো কমপ্লেক্সে ৪৫ একর জমিতে ৪৬,১৫০টি সোলার প্যানেলের ১২ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন কেরলের মুখ্যমন্ত্রী উনাম চান্ডি। সূচনা হল ইতিহাসের এক নতুন অধ্যায়ের।

Updated By: Aug 21, 2015, 05:26 PM IST
কোচিন আন্তর্জাতিক বিমান বন্দর এখন বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমান বন্দর

ওয়েব ডেস্ক: কোচির কোচিন আন্তর্জাতিক বিমান বন্দর এবার থেকে চালিত হবে সম্পূর্ণ সৌরশক্তিতে। মঙ্গলবার কোচিন বিমান বন্দরের কার্গো কমপ্লেক্সে ৪৫ একর জমিতে ৪৬,১৫০টি সোলার প্যানেলের ১২ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন কেরলের মুখ্যমন্ত্রী উনাম চান্ডি। সূচনা হল ইতিহাসের এক নতুন অধ্যায়ের।

এর ফলে কোচিন বিমান বন্দর প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার বিদ্যুত্ উত্পন্ন করবে। ২০১৩ সালের মার্চ মাসে অ্যারাইভাল টার্মিনাল ব্লকের ছাদে ১০০ কিলোওয়াট সোলার পিভি প্লান্ট ইন্সটল করা হয় কোচিন আন্তর্জাতিক বিমান বন্দরে। কলকাতাক বিক্রম সোলার প্রাইভেট লিমিটেড এই সোলার প্লান্ট ইন্সটল করেছে। এই প্রকল্পে ৪০০ পলিক্রিস্টালাইন মডিউলের ২৫০ওয়াট পাওয়ার ও ২০কিলোওয়াট ইনভার্টার ব্যবহার করা হয়েছে।

কোচিন আন্তর্জাতিক বিমান বন্দর বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমান বন্দর।

.