বিক্ষোভের ছবিই বলে দিচ্ছে নাগরিকত্ব আইন এনে দেশকে বাঁচিয়েছে মোদী: প্রধানমন্ত্রী
পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নির্যাতিত শরণার্থীদের জন্য আইনটি করা হয়েছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশের উত্তাল দেশের একাধিক রাজ্য। বাংলায় গত ৩ দিন ধরে চলছে অশান্তি। রবিবারও বিভিন্ন জায়গায় তাণ্ডব করেছে দুষ্কৃতীরা। কিন্তু বিক্ষোভ হলেও অবস্থান বদল করতে নারাজ নরেন্দ্র মোদী। বরং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আরও আগ্রাসী প্রধানমন্ত্রী। ঝাড়খণ্ডের দুমকার সভায় বলে দিলেন,''বিক্ষোভের ছবিই বলে দিচ্ছে সঠিক পদক্ষেপ করেছে সংসদ ও মোদী।''
পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নির্যাতিত শরণার্থীদের জন্য আইনটি করা হয়েছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন,''পরিবার, বন্ধু সব কিছু ছেড়ে শরণার্থীর জীবন কাটাচ্ছেন ওরা। তাঁদের সম্মানের জীবন দিতে সংসদের দুই কক্ষে বিল পাস করানো হয়েছে।'' গোটা বিক্ষোভে বিরোধীদের মদত রয়েছে বলেও দাবি করেন মোদী। তাঁর কথায়, ''কংগ্রেস ও তার সঙ্গীরা কী করছে একটিবার দেখুন। ওরা হট্টগোল করছে। ওদের কথা কেউ শুনছে না দেখে আগুন লাগাচ্ছে। দেশে আগুন লাগাচ্ছে।''
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের পরও এক চুলও অবস্থান বদলাবেন না, সেটা স্পষ্ট করে দিলেন মোদী। বলেন,''টিভিতে ছবি দেখতে পাচ্ছি। ওদের পোশাক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কংগ্রেস ও তার সঙ্গীরা আমাদের বিরোধীরা সব কিছুকেই সমর্থন দিচ্ছে। কিন্তু মানুষ এসব ছবি দেখে বুঝতে পারছেন, দেশকে বাঁচিয়েছে মোদী ও সংসদ।''
जब कांग्रेस और उनके साथियों की चलती नहीं है तो आग लगा रहे हैं...
..ये जो आग लगा रहे हैं उनके कपड़ों से ही पता चलता है कि कौन है- PM @narendramodi in Jharkhand pic.twitter.com/iIY2ZdqGkd
— संवैधानिक डकैत (@Shivam_h9) December 15, 2019
অসমে নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে তুমুল বিক্ষোভ। গোটাটাই কংগ্রেসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন মোদী। তাঁর কথায়,''কংগ্রেস ও তাদের সমর্থকরা আগুন ছড়াচ্ছে। তাদের কেউ পাত্তা না দিলে তাণ্ডব শুরু করে দেয়।'' প্ররোচনায় পা না দেওয়ার জন্য অসমবাসীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। বলেন,''যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদের পাশে নেই অসমের ভাই-বোনেরা। তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। এজন্য অভিনন্দন জানাতে চাই।''
আরও পড়ুন- নাগরিকপঞ্জিতে বিজেপির বিরুদ্ধে 'বিদ্রোহ' নীতীশের, কলকাঠি নাড়লেন 'দিদি'র লোক