Chhattisgarh Polls: নির্বাচনের এক সপ্তাহ আগে রমন সিং-এর ঝাঁঝাল আক্রমণের মুখে বাঘেল সরকার

জনমত সমীক্ষায় বিজেপি-র হেরে যাওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন যে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন ফলাফল দেখানো হচ্ছে কিন্তু সত্য হল, কংগ্রেস এবং ভূপেশ বাঘেল হেরে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ।

Updated By: Oct 31, 2023, 06:33 PM IST
Chhattisgarh Polls: নির্বাচনের এক সপ্তাহ আগে রমন সিং-এর ঝাঁঝাল আক্রমণের মুখে বাঘেল সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছত্তিশগড়ে প্রথম দফার ভোটের মাত্র এক সপ্তাহ বাকি। এরই মাঝে বিজেপি এবং কংগ্রেস উভয়ই তাদের প্রচার জোরদার করেছে। এই সমস্ত কিছুর মধ্যেই, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা রমন সিং, এক সাক্ষাৎকারে বলেছেন যে গেরুয়া শিবির রাজ্য সরকারের নীতি নয়, ভূপেশ বাঘেল সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন: AAP Minister Atishi's BIG CLAIM: জানানো হল মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দিন! বড় দাবি মন্ত্রীর

রমন সিং বলেন, ছত্তিশগড় নির্বাচনে তিনটি ইস্যুতে লড়াই হচ্ছে। তিনি বলেছিলেন যে প্রথম সমস্যাটি হল ইশতেহারের অপূর্ণ প্রতিশ্রুতি যার মধ্যে রয়েছে মহিলাদের সমস্যা এবং মদ নিষিদ্ধ করা। দ্বিতীয় ইস্যুটি হল, কংগ্রেস সরকার গত পাঁচ বছরে বিগত সরকারের অধীনে গত ১৫ বছর ধরে চলা সমস্ত উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে। তৃতীয় ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস সরকার ১৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছে।

 

জনমত সমীক্ষায় বিজেপি-র হেরে যাওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন যে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন ফলাফল দেখানো হচ্ছে কিন্তু সত্য হল, কংগ্রেস এবং ভূপেশ বাঘেল হেরে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ।

আরও পড়ুন: Big Extortion Racket: সুন্দরী গায়ে পড়া মহিলা থেকে সাবধান! ফাঁসতে পারেন ভুয়ো রেপ কেসে...

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ছত্তিশগড়ের বর্তমান সরকারে এত বেশি দুর্নীতি হয়েছে যা সম্ভবত সারা দেশে কোথাও হয়নি। তিনি অভিযোগ করেন, পাঁচ বছরে ১৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ভূপেশ বাঘেলের জনপ্রিয়তা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেছিলেন যে লোকশিল্প এবং লোক সংস্কৃতির অংশ হওয়া ভাল কিন্তু গুলি-ডান্ডা খেলে উন্নয়ন হয় না এবং নির্বাচনে জয়লাভ করা যায় না। তিনি বলেছিলেন যে রাস্তা তৈরি করতে হবে এবং লোকদের কর্মসংস্থান দিতে হবে তবে এই সমস্ত কাজ ভূপেশ বাঘেল সরকার করেনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.