আদর্শ কাণ্ডের সিবিআই চার্জশিটে অভিযুক্ত অশোক চহ্বান

অবশেষে ১৮ মাস তদন্তের পর আদর্শ আবাসন কেলেঙ্কারিতে আজ চার্জশিট জমা দিল সিবিআই। ১০,০০০ পাতার এই চার্জশিটে মুম্বইয়ের উপকণ্ঠে কোলবায় প্রতিরক্ষামন্ত্রকের জমিতে বিধি বহির্ভূতভাবে কারগিল শহীদদের নামে গড়ে তোলা বহুতলে ফ্ল্যাট বণ্টন ও অন্যান্য অনিয়মের দায়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে অভিযুক্ত করা হয়েছে।

Updated By: Jul 4, 2012, 03:57 PM IST

অবশেষে ১৮ মাস তদন্তের পর আদর্শ আবাসন কেলেঙ্কারিতে আজ চার্জশিট জমা দিল সিবিআই। ১০,০০০ পাতার এই চার্জশিটে মুম্বইয়ের উপকণ্ঠে কোলবায় প্রতিরক্ষামন্ত্রকের জমিতে বিধি বহির্ভূতভাবে কারগিল শহীদদের নামে গড়ে তোলা বহুতলে ফ্ল্যাট বণ্টন ও অন্যান্য অনিয়মের দায়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে অভিযুক্ত করা হয়েছে।
আদর্শ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ার ২০১০ সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল চহ্বানকে। সেক্ষেত্রে সিবিআইয়ের চার্জশিটে চহ্বানের নাম উঠে আসায় খানিকটা কোণঠাসা হতে পারে কংগ্রেস। চার্জশিটে মোট ১৩ জনের নাম রয়েছে। গত বছরের ২৯ জানুয়ারি আদর্শ কেলেঙ্কারির মামলা রুজু করেছিল সিবিআই। তদন্ত শুরুর ১৮ মাসের মাথায় চার্জশিট জমা পড়ল আদালতে। আদর্শ কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি(অপরাধমূলক ষড়যন্ত্র), ৪২০(জালিয়াতি) এবং দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্ত চলাকালীন আদর্শ আবাসন কেলেঙ্কারিতে মোট ১৪ জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। এই তালিকায় ছিলেন, আদর্শ আবাসন সোসাইটির সম্পাদক আর সি ঠাকুর, মহারাষ্ট্র বিধান পরিষদের প্রাক্তন সদস্য কানাহাইয়ালাল গিদওয়ানি, অবসরপ্রাপ্ত ৩ সেনা অফিসার-ব্রিগেডিয়ার এম এম ওয়াংচু, মেজর জেনারেল এ আর কুমার ও মেজর জেনারেল টি কে কল, রাজ্য নগরোন্নয়ন দফতরের প্রাক্তন উপসচিব পি ভি দেশমুখ, দুই আইএএস অফিসার রামানন্দ তিওয়ারি, জয়রাজ পাঠক, প্রাক্তন সিটি কালেক্টর প্রদীপ ব্যাস ও আবাসনের দুই প্রমোটার। কিন্তু নিয়ম মেনে ৬০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যান তাঁরা।

.