ছত্তিসগড়: নতুন দাবি মাওবাদীদের, রফাসূত্রের খোঁজে চলছে পর পর বৈঠক

ছত্তিসগড়ে সুকমার অপহৃত জেলাশাসকের মুক্তির সম্ভাবনা এখনও ক্ষীণ। জানা গিয়েছে, জেলাশাসকের মুক্তির শর্ত হিসেবে মাওবাদীদের তরফে আরও বেশ কয়েকজন মাওবাদী-বন্দির নাম দেওয়া হয়েছে। মাওবাদীদের মধ্যস্থতাকারী বিডি শর্মাকে একটি পেন-ড্রাইভ দিয়েছে মাওবাদীরা।

Updated By: Apr 30, 2012, 11:30 AM IST

ছত্তিসগড়ে সুকমার অপহৃত জেলাশাসকের মুক্তির সম্ভাবনা এখনও ক্ষীণ। জানা গিয়েছে, জেলাশাসকের মুক্তির শর্ত হিসেবে মাওবাদীদের তরফে আরও বেশ কয়েকজন মাওবাদী-বন্দির নাম দেওয়া হয়েছে। মাওবাদীদের মধ্যস্থতাকারী বিডি শর্মাকে একটি পেন-ড্রাইভ দিয়েছে মাওবাদীরা। ওই পেন ড্রাইভে আরও কয়েকজন মাওবাদীর বন্দির নামের তালিকা রয়েছে বলে খবর। আরও ৭০ থেকে ৭৫ জন মাওবাদী বন্দির নাম দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারের সঙ্গে সঙ্গে অপহরণ কাণ্ডে মাওবাদীরাও আরও কঠোর অবস্থান নিল বলেই মনে করা হচ্ছে। ফলে এই মুহূর্তে জটিলতা অনেকটাই বেড়ে গিয়েছে। সোমবার সকালে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিগোষ্ঠী বৈঠক করেন। সরকার এবং মাওবাদী প্রস্তাবিত মধ্যস্থতাকারীরাও আলোচনা করছেন।

.