হট্টগোলে আজও পণ্ড হল সংসদের অধিবেশন

দাবি ভিন্ন, কিন্তু ফল এক। গত কয়েকদিন ধরে রোজ যা হয়ে আসছে, এদিনও তার ব্যতিক্রম হল না। হই হট্টগোলে আজও পণ্ড হল সংসদের অধিবেশন। শুরু হতে না হতেই আগামী চোদ্দ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা। ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে,লাগাতার সভার কাজ পণ্ড হওয়ার জন্য ক্ষমা চাইতে হবে বিরোধীদের। আর এতেই আগুনে ঘি পড়ে।

Updated By: Dec 9, 2016, 12:55 PM IST
হট্টগোলে আজও পণ্ড হল সংসদের অধিবেশন

ওয়েব ডেস্ক: দাবি ভিন্ন, কিন্তু ফল এক। গত কয়েকদিন ধরে রোজ যা হয়ে আসছে, এদিনও তার ব্যতিক্রম হল না। হই হট্টগোলে আজও পণ্ড হল সংসদের অধিবেশন। শুরু হতে না হতেই আগামী চোদ্দ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা। ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে,লাগাতার সভার কাজ পণ্ড হওয়ার জন্য ক্ষমা চাইতে হবে বিরোধীদের। আর এতেই আগুনে ঘি পড়ে।

আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?

হট্টগোলে সভা মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। গমের ওপর আমদানি শুল্ক কমিয়ে কৃষক স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে সরকার। এই দাবিতে হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। নিট ফল, দফায় দফায় মুলতুবি হয় রাজ্যসভাও।

আরও পড়ুন  জানেন আমাদের দেশে কত মানুষ সড়ক পথ দুর্ঘটনায় মারা যায়?

.