বাড়ি ভাড়ার টাকা দেবে মোদী সরকার, ১০০ শহরে আসছে ২৭০০ কোটি টাকার ওয়েলফেয়ার স্কিম

Updated By: Mar 9, 2017, 10:40 AM IST
বাড়ি ভাড়ার টাকা দেবে মোদী সরকার, ১০০ শহরে আসছে ২৭০০ কোটি টাকার ওয়েলফেয়ার স্কিম

ওয়েব ডেস্ক: আপনি কি বিপিএল তালিকাভুক্ত? তাহলে আপনার জন্য আছে সুখবর। মোদী মন্ত্রিসভা নিয়ে আসতে চলেছে এক যুগান্তকারী জনকল্যাণ প্রকল্প, যেখানে দারিদ্র্য সীমার নিচে থাকা সমস্ত গরীবদের বাড়ি ভাড়ার টাকা দেবে সরকারই। হ্যাঁ, ঠিকই পড়েছেন আপনি। বাড়ির ভাড়ার টাকা মিটিয়ে দেবে ভারত সরকার। আপাতত ১০০টি স্মার্ট সিটিতে এই প্রকল্প চালু করার কথা ভাবছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ২৭০০ কোটি টাকা। 

এই যুগান্তকারী জনকল্যাণ প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে কান্দ্রীয় সরকার একটি নতুন নীতি নিয়ে আসার কথাও ভাবছে। সেখানে 'হাউসিং পলিসি' বিষয়টি নিয়ে নানান পরবির্তন থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই নতুন 'হাউসিং পলিসি'তে দারিদ্র্য সীমার নিচে থাকা আম আদমিই সবথেকে বেশি লাভবান হবে বলে মত সরকারের। আগামী ২০১৭-১৮ আর্থিক বছরেই নতুন নীতি প্রণয়নের কথা ভাবছে মোদী মন্ত্রিসভা। প্রতি বছর মোদী সরকারের এই ওয়েলফেয়ার স্কিমে খরচ হবে আনুমানিক ২,৭১৩ কোটি টাকা। উদ্বাস্তু এবং শহরাঞ্চলের গরীবদের উন্নয়নের বিষয়টিকে সর্বাঙ্গিক গুরুত্ব দিয়েই এই প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে ভারত সরকার। আপাতত ১০০টি শহরে ভাউচারের মাধ্যমে বিএপএল তালিকাভুক্ত নাগরিকদের বাড়ি ভাড়ার টাকা দেবে কেন্দ্রীয় সরকার। (মিড ডে মিলের জন্য আধার কার্ড এখনই বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবালয়)

.