ভর্তুকি কমিয়ে রান্নার গ্যাসের দাম বাড়ানোর পথে কেন্দ্র

মূল্যবৃদ্ধির নাভিশ্বাসের মধ্যেই রান্নার গ্যাস নিয়ে নতুন করে সমস্যায় পড়তে চলেছেন মধ্যবিত্তরা। সিলিন্ডারে ভর্তুকি কমিয়ে গ্যাসের দাম বাড়ানো প্রায় চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, খুব শিগগিরই রান্নার গ্যাসের নতুন বণ্টন ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে চালু হবে।

Updated By: Nov 23, 2011, 09:58 AM IST

মূল্যবৃদ্ধির নাভিশ্বাসের মধ্যেই রান্নার গ্যাস নিয়ে নতুন করে সমস্যায় পড়তে চলেছেন মধ্যবিত্তরা। সিলিন্ডারে ভর্তুকি কমিয়ে গ্যাসের দাম বাড়ানো প্রায় চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, খুব শিগগিরই রান্নার গ্যাসের নতুন বণ্টন ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে চালু হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বছরে গ্রাহক পিছু চার থেকে ছটির বেশি সিলিন্ডারে আর ভর্তুকি দেবে না কেন্দ্র। বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রতি সিলিন্ডারে দুশো সত্তর টাকা ভর্তুকি দেয়। নতুন নিয়ম চালু হলে, ভর্তুকি ছাড়া একটি সিলিন্ডার কিনতে প্রায় আটশো টাকা খরচ করতে হবে। এতে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়বেন মধ্যবিত্তরা। নন্দন নিলেকানির নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যা বেঁধে দেওয়ার সুপারিশ করেছে। কেন্দ্রীয় সরকার সেই সুপারিশ মেনেও নিচ্ছে।

.