Army Chief: এমাসেই মেয়াদ শেষ নারাভানের, দেশের পরবর্তী সেনাপ্রধান মনোজ পান্ডে

ন্যাশনাল ডিফেন্স অ্য়াকাডেমির এই প্রাক্তনী বর্তমানে রয়েছেন ভাইস চিফ লেফটেন্য়ান্ট জেনারেল পদে

Updated By: Apr 18, 2022, 08:37 PM IST
Army Chief: এমাসেই মেয়াদ শেষ নারাভানের, দেশের পরবর্তী সেনাপ্রধান মনোজ পান্ডে

নিজস্ব প্রতিবেদন: আগামী ৩০ এপ্রিল সেনাপ্রধান হিসেবে মেয়াদ শেষ হচ্ছে মনোজ মুকুন্দ নারাভানের। আর ১ মে নতুন সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। সোমবার ওই ঘোষণা করল কেন্দ্র। এই প্রথম সেনার ইঞ্জিয়ারিং বিভাগের কোনও অফিসারকে সেনাপ্রধানের দায়িত্বে আনা হচ্ছে।

ন্যাশনাল ডিফেন্স অ্য়াকাডেমির এই প্রাক্তনী বর্তমানে রয়েছেন ভাইস চিফ লেফটেন্য়ান্ট জেনারেল পদে। ১৯৮২ সালের সেনার ইঞ্জিনিয়ারিং কর্পে যোগ দেন তিনি। লেফটেন্য়ান্ট জেনারেল মনোজ পান্ডে হবেন দেশের ২৯তম সেনাপ্রধান।  

জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা সেক্টরে লাইন অব কন্ট্রোলের পাল্লানওয়ালা সেক্টরে অপারেশনে পরাক্রম পরিচালনা করেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ২০০১ সালে সংসদের হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারপরই অপারেশন পরাক্রম চালিয়ে দেশের পশ্চিম সীমান্তে সেনা, যুদ্ধাস্ত্র মোতায়েন করা হয়। তারই নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। 

গত ৩৯ বছরের সেনা জীবনে পশ্চিম সীমান্তে ইঞ্জিনিয়ারিং কর্প, এলওসিতে ইনফ্য়ান্টারি কর্প, লাদাখ সেক্টরে মাউন্টেন ডিভিশন মোতায়েন করেছিলেন লেফটেন্যান্ট পান্ডে। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে লেফটেন্য়ান্ট জেনারেল মনোজ পান্ডে ছিলেন আন্দামান-নিকোবর কমান্ডের কমান্ডার ইন চিফ।

আরও পড়ুন-Naihati: এবার নৈহাটি, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাশের পাড়ার এক ব্যক্তির বিরুদ্ধে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.