প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল

সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানা ‌যাবে

Updated By: May 29, 2018, 01:50 PM IST
প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল

নিজস্ব প্রতিবেদন: আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তার আগেই তা প্রকাশ করা হল। ফল জানা ‌যাবে বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in, cbse.nic.in থেকে।

আরও পড়ুন-বিরাম নেই দর বৃদ্ধিতে, কলকাতায় ৮১ টাকা ছাড়াল পেট্রোলের দাম

উল্লেখ্য, সিবিএসই ইতিমধ্যেই তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে। আর এবছর দেশজুড়ে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ১৬ লাখ পরীক্ষার্থী। তাদের ফলও প্রকাশিত হল।ফল জানা ‌যাবে এইসব ওয়েবসাইট থেকে-

cbseresults.nic.in

 cbse.nic.in

cbse.examresults.net

results.nic.in/index

results.gov.in

আরও পড়ুন-বিহারে শিয়ালদা রাজধানীতে পাথরহামলা, কাচ ভেঙে জখম ৬ যাত্রী

সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে ওই সাইটে ক্লিক করলেই দেখা ‌যাবে CBSE 10th Result 2018, CBSE Class X Examination 2018  লিঙ্ক। এখানে ক্লিক করলেই একটি পেজ খুলে ‌যাবে। সেখানে রোল নম্বর, জন্মতারিখ দিলেই ফলাফল জানা ‌যাবে। এর প্রিন্টআউট নেওয়া ‌যাবে।

এসএমএস পাঠিয়েও ফল জানা ‌যাবে। বিএসএনএল-এর ৫৭৭৬৬ নম্বর ও ও এয়ারটেলের ৫৪৩২১২০২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

.