ওদের টাকার খাই, আমার পাওনাগণ্ডা সব দিয়ে দিন, PM Modi-কে ইস্তফা-ইচ্ছাপ্রকাশ CBI অফিসারের

প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ সিবিআই। মোদীকে চিঠি সিবিআইয়ের ডেপুটি সুপারইনটেন্ডেন্টর। 

Updated By: Nov 13, 2021, 12:05 AM IST
ওদের টাকার খাই, আমার পাওনাগণ্ডা সব দিয়ে দিন, PM Modi-কে ইস্তফা-ইচ্ছাপ্রকাশ CBI অফিসারের

নিজস্ব প্রতিবেদন: সিবিআই বনাম সিবিআই!  তা গড়াল প্রধানমন্ত্রী পর্যন্ত। ব্যক্তিগত আক্রোশে কাজ দেওয়া হচ্ছে না। এই অভিযোগে মোদীকে চিঠি দিলেন সিবিআইয়ের ডেপুটি সুপারইনটেন্ডেন্ট নমো প্রকাশ মিশ্র। পাশাপাশি চিঠিতে তিনি ইস্তফার দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন। 

প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ সিবিআই। মোদীকে চিঠিতে প্রকাশ লিখেছেন,''আমার দফতর নরক হয়ে গিয়েছে। ব্যক্তিগত আক্রোশের জন্য গত ৩ বছর ধরে কোনও কাজের দায়িত্ব দেননি সিনিয়র আধিকারিকরা।'' একইসঙ্গে পদত্যাগ করার কথাও লিখেছেন তিনি। তবে কোনও আর্থিক পাওনাগণ্ডা চান না। প্রকাশের বক্তব্য,''আমাকে সিবিআই ছাড়ার অনুমতি দিন। পেনশন, গ্র্যাচুইটির মতো আর্থিক সুবিধা সরকারের কাছ থেকে চাই না। আমার গ্র্যাচুইটির টাকা অমিত কুমার, আইপিএস রামগোপাল গর্গ এবং পেনশনের টাকা অজয় ভটনাগরকে দিয়ে দিন। ওঁদের আমার চেয়ে বেশি অর্থের দরকার।''  

২০১৯ সালের সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রকাশ মিশ্র। অজয় ভটনাগরের বিরুদ্ধে ভুয়ো সংর্ঘষের অভিযোগ করেছিলেন। শুধু তাই নয় সিবিআই সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর ছাড়া একাধিক সরকারি অফিসে চিঠি দিয়েছেন প্রকাশ। অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেন,''শ'খানেক চিঠি দেওয়ার পরও সিবিআই-র চাকরিতে বহাল রয়েছেন প্রকাশ মিশ্র। অবাককাণ্ড! শৃঙ্খলাভঙ্গ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।'' এই চিঠির ব্যাপারে কুমার ও গর্গ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।             

আরও পড়ুন- রাম রাজ্যে সীতার পাতালপ্রবেশ মন্তব্যের ব্যাখ্যায় 'রামায়ন' বগলদাবা করে থানায় Kunal

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
                   

.