মোছা হয়েছে চারটি কল রেকর্ডিং, রাজীবের বিরুদ্ধে হলফনামায় জানাল সিবিআই

রাজীব কুমারের বিরুদ্ধে সারদা চিটফান্ড-কাণ্ডের তদন্তে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে।

Updated By: Mar 26, 2019, 05:37 PM IST
মোছা হয়েছে চারটি কল রেকর্ডিং, রাজীবের বিরুদ্ধে হলফনামায় জানাল সিবিআই

জ্যোতির্ময় কর্মকার 

মাসখানেক আগে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে জেরা করেছিল সিবিআই। ওই জেরার ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে গুরুতর অভিযোগ রয়েছে বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।   

রাজীব কুমারের বিরুদ্ধে সারদা চিটফান্ড-কাণ্ডের তদন্তে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। ২৭ ফেব্রুয়ারি শুনানি চলাকালীন সিবিআইকে হলফনামার জমা দিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, কীভাবে প্রমাণ লোপাট করেছিল সিবিআই? হলফনামায় সিবিআই দাবি করেছে, সিট ও মোবাইল নেটওয়ার্ক সংস্থার দেওয়া তথ্যের মধ্যে রয়েছে ফারাক। বেশ কিছু কল রেকর্ড পাওয়া যায়নি। বিশেষ করে ৪টি মোবাইলের কল রেকর্ড আংশিক মুছে দেওয়া হয়। সিবিআইয়ের দাবি ওই রেকর্ড বারবার চাওয়ার পরেও তাদের হাতে দেয়নি সিট। 

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে সিবিআই আদালতে জানিয়েছে, কলকাতায় রাজনৈতিক ধরনা মঞ্চে দেখা গিয়েছিল রাজীব কুমারকে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রক। সুপ্রিম কোর্টের নির্দেশ, যত দ্রুত সম্ভব হলফনামা রাজ্যের হাতে তুলে দেবে সিবিআই। তার ভিত্তিতে সাতদিনের মধ্যে রাজ্যকে আদালতে হলফনামা পেশ করতে হবে। তিন সপ্তাহ পর মামলার শুনানি। 

রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তত্কালীন কলকাতা পুলিস কমিশনারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সিবিআইকে 'নিরপেক্ষ স্থান' শিলংয়ে রাজীবকে জেরার করার অনুমতি দেয়। 

আরও পড়ুন- প্রয়াত অনন্ত কুমারের কেন্দ্রে বিজেপির বাজি তরুণ তেজস্বী

.