কোন কোন পরিচয়পত্রে ভোট দিতে পারবেন
ভূতুড়ে ভোটার, ভুয়ো ভোটার কিংবা ছাপ্পা ভোটারদের কার্ড লাগে না! গ্রাম-শহর-নগর-রাজ্য-দেশ ভোটার কার্ড ছাড়াই এনারা ভোট দেন বলেই এদের পরিচয় ভূতুড়ে, ভুয়ো কিংবা ছাপ্পা ভোটার। কারণ এনাদের কোনও পরিচয় নেই, বরং অন্যের পরিচয়ে এনারাই ভোট দেন। কিন্তু একজন আসল ভোটার, যার ভোটার কার্ড নেই, তিনি কি ভোট দিতে পারেন? হ্যাঁ পারেন। ১৮ বছরের উর্ধ্বে ভারতীয় নাগরিক নিজের ভোটার কার্ড ছাড়াই ভোট দিতে পারেন। কীভাবে? ভোটার কার্ডের পরিবর্তে অন্য পরিচয় পত্র দিয়ে তাঁরা নিজের ভোট দিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারি শিলমোহর প্রয়োজন। অর্থাৎ ১৮ উর্ধ্বে যে কোনও নাগরিকই তাঁর সারকারি শিলমোহর প্রাপ্ত পরিচয়পত্র দিয়ে ভোট দিতে পারেন।
ওয়েব ডেস্ক: ভূতুড়ে ভোটার, ভুয়ো ভোটার কিংবা ছাপ্পা ভোটারদের কার্ড লাগে না! গ্রাম-শহর-নগর-রাজ্য-দেশ ভোটার কার্ড ছাড়াই এনারা ভোট দেন বলেই এদের পরিচয় ভূতুড়ে, ভুয়ো কিংবা ছাপ্পা ভোটার। কারণ এনাদের কোনও পরিচয় নেই, বরং অন্যের পরিচয়ে এনারাই ভোট দেন। কিন্তু একজন আসল ভোটার, যার ভোটার কার্ড নেই, তিনি কি ভোট দিতে পারেন? হ্যাঁ পারেন। ১৮ বছরের উর্ধ্বে ভারতীয় নাগরিক নিজের ভোটার কার্ড ছাড়াই ভোট দিতে পারেন। কীভাবে? ভোটার কার্ডের পরিবর্তে অন্য পরিচয় পত্র দিয়ে তাঁরা নিজের ভোট দিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারি শিলমোহর প্রয়োজন। অর্থাৎ ১৮ উর্ধ্বে যে কোনও নাগরিকই তাঁর সারকারি শিলমোহর প্রাপ্ত পরিচয়পত্র দিয়ে ভোট দিতে পারেন।
কি কি পরিচয় পত্র দিয়ে ভোট দিতে পারেন?
পাসপোর্ট
ছবিসহ সরকারি ড্রাইভিং লাইসেন্স
ছবির প্রমাণপত্র সহ পিডিএফ নথি
আধার কার্ড
(তথ্য- ভারতের নির্বাচন কমিশন। সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বুথে বুথে ভোটারদের সচেতন করতে এই তথ্য পোস্টার আকারে রেখেছে ভারতের নির্বাচন কমিশন)