প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেললেন প্রধান বিচারপতি

প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন প্রধান বিচারপতি। রবিবার এমন ঘটনা ঘটে। আদালতে বিচারপতিদের সংখ্যা কম থাকায় তাঁদের ওপর বেশি চাপ পড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে এই কথাই বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

Updated By: Apr 24, 2016, 03:07 PM IST
প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেললেন প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন প্রধান বিচারপতি। রবিবার এমন ঘটনা ঘটে। আদালতে বিচারপতিদের সংখ্যা কম থাকায় তাঁদের ওপর বেশি চাপ পড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে এই কথাই বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

এদিন প্রধান বিচারপতি টিএস ঠাকুর আদালতে মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যুগ্ম একটি বৈঠকে ভাষণ দিচ্ছিলেন। সেই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিচারের নিয়মকানুনের ওপর বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন যে, বিচারকদের সংখ্যা কম থাকায় তাঁদের ওপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে। তাঁদের পক্ষে এত কেস সামলানো সম্ভব হচ্ছে না। অবিলম্বে যেন বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হলে খুব ভালো হয়। প্রধানমন্ত্রীর সামনে এই বক্তব্য রাখতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

.