কংগ্রেসের হাত ধরে আস্থায় 'ধর্মনিরপেক্ষ' নীতীশ

আজ বিহার বিধানসভায় নীতীশ কুমারের অগ্নিপরীক্ষায় পাশে থাকছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। বিজেপির সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ত্যাগ করা পর কংগ্রেস বিভিন্নভাবে নীতীশকে পাশে পেতে চাইছে। সেই পাশে থাকার অঙ্গ হিসাবেই আজ বিহার বিধানসভার আস্থাভোটে কংগ্রেস সমর্থন করতে চলেছে জেডিইউকে। বিহার বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা চার। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নিজেদের বিধায়ক ছাড়াও নীতীশের দরকার আরও চার বিধায়ক। যদিও কংগ্রেসের সমর্থন ছাড়াও নির্দল বিধায়কদের পাশে নিয়ে আজকের আস্থাভোটে জিতে যাওয়ার কথা নীতীশের। তবে কংগ্রেস আজ সত্যি শেষ পর্যন্ত নীতীশকে সমর্থন করলে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে।

Updated By: Jun 19, 2013, 12:02 PM IST

শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ধরেই বিহার বিধান সভায় আস্থাভোটে জয়ী হলেন নীতীশ কুমার। আজ বিধান সভার বিশেষ অধিবেশনে  মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সহমত পোষণ করলেন উপস্থিত অধিকাংশ বিধায়করা।
প্রয়োজনীয় ১২২ টি ভোটের তুলনায় চারটি বেশি ভোট পকেটে নিয়ে হাসতে হাসতে আস্থা ভোটে জয় পেলেন। জেডিইউএর বিধায়কদের সঙ্গেই নীতিশের ঝুলিতে ভোট দিলেন প্রত্যেক কংগ্রেস বিধায়কও। পেলেন  সিপিআই বিধায়দের ভোটও। ফলে ম্যাজিক ফিগার ১২২ ছুঁতে বস্তুত কোনও পরিশ্রমই করতে হল না নীতীশকে।
যদিও আজ অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সভা ছেড়ে বেরিয়ে যান ৯১ জন বিজেপির বিধায়ক। নীতীশের সংযুক্ত জনতা দলের বিরুদ্ধে ভোট দেন লালুপ্রসাদের আরজেডির ২২ জন বিধায়ক।

.