দেশে বিদ্যুত্ সমস্যা মেটাতে নয়া উদ্যোগ মোদী সরকারের

দেশের একাধিক এলাকায় বিদ্যুত্ সঙ্কট মেটাতে এবার নয়া উদ্যোগ কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের। দেশের একাধিক জায়গায় পারমাণবিক শক্তি উত্পাদনের লক্ষ্যে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন PHWRs তৈরির জন্য সবজ সংকেত দেওয়া হয়েছে শক্তিমন্ত্রকের পক্ষ থেকে।

Updated By: May 17, 2017, 07:33 PM IST
দেশে বিদ্যুত্ সমস্যা মেটাতে নয়া উদ্যোগ মোদী সরকারের

ওয়েব ডেস্ক : দেশের একাধিক এলাকায় বিদ্যুত্ সঙ্কট মেটাতে এবার নয়া উদ্যোগ কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের। দেশের একাধিক জায়গায় পারমাণবিক শক্তি উত্পাদনের লক্ষ্যে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন PHWRs তৈরির জন্য সবজ সংকেত দেওয়া হয়েছে শক্তিমন্ত্রকের পক্ষ থেকে।

আজ এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে PHWRs তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই গোটা বিষটি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে জানান কেন্দ্রীয় শক্তিমন্ত্রী পিযুস গয়াল।

আরও পড়ুন- CRPF-এর সঙ্গে সংঘর্ষে খতম ১৫ মাওবাদী(দেখুন ভিডিও)

মন্ত্রী বলেন, Pressurised Heavy Water Reactors (PHWRs) তৈরি করা হলে, তার থেকে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুত উত্পাদন হবে। বর্তমানে পারমাণবিক শক্তি থেকে ভারত ৬ হাজার ৭৮০ মেগাওয়াট বিদ্যুত উত্পাদন করে। ২০২০-২১ সালের মধ্যে এই রিঅ্যাকটরগুলি কাজ করা শুরু করে দেবে বলে আশা পিযুস গয়ালের।

.