বিয়ের সাজেই বন্দুক হাতে গুলি ছুড়ল কনে, হতবাক বর, ভাইরাল ভিডিয়ো

কনে বিয়ের সাজে বন্দুক হাতে ৪ রাউন্ড গুলি ছুড়ছেন। ৫ সেকেন্ডের এই ভিডিয়ো-ই ভাইরাল হয়েছে। 

Updated By: Apr 10, 2023, 07:12 PM IST
বিয়ের সাজেই বন্দুক হাতে গুলি ছুড়ল কনে, হতবাক বর, ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিয়ের মণ্ডপেই গুলি ছুড়ল কনে। বরের উপস্থিতিতেই গুলি ছোড়ে কনে। ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিস সেই বন্দুকধারী কনের খোঁজ করছে। 

জানা গিয়েছে, জয়মাল্য অনুষ্ঠান বা মালাবদলের পরই ঘটনাটি ঘটে। যুগল মালাবদলের পর যখন আত্মীয়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সময়, তখনই এ কাণ্ড ঘটান কনে। উত্তরপ্রদেশের হাথরসের এই ঘটনার ভিডিয়ো ক্লিপে দেখা  যাচ্ছে, কনে বিয়ের সাজে বন্দুক হাতে ৪ রাউন্ড গুলি ছুড়ছেন। ৫ সেকেন্ডের এই ভিডিয়ো-ই ভাইরাল হয়েছে। 

ভিডিয়ো ভাইরাল হতেই তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে ওই কনে বেপাত্তা। তাঁর কোনও খোঁজ নেই। ওদিকে নতুন বউয়ের এমন কাণ্ডকারখানায় হকচকিয়ে যান বর। খানিকটা ভয় পেয়েই চুপচাপ বসে থাকতে দেখা যায় তাকে।

আরও পড়ুন, Air India Flight: লন্ডনের দিকে উড়েও দিল্লি ফিরল বিমান! সাংঘাতিক কী ঘটল মাঝ-আকাশে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.