'বিমানে বোম আছে', ভুয়ো বোমাতঙ্কে মাঝ আকাশ থেকে বিমানের অবতরণ
দিল্লি ও বেঙ্গালুরু বিমানবন্দরে ৬টি আর্ন্তজাতিক বিমানে ভুয়ো বোমাতঙ্ক। দুটি বিমানবন্দরে জোর তল্লাসির পর সবকটি বিমান নিরাপদে রয়েছে বলে জানাল CISF।
Updated By: Sep 5, 2015, 11:47 AM IST
ওয়েব ডেস্ক: দিল্লি ও বেঙ্গালুরু বিমানবন্দরে ৬টি আর্ন্তজাতিক বিমানে ভুয়ো বোমাতঙ্ক। দুটি বিমানবন্দরে জোর তল্লাসির পর সবকটি বিমান নিরাপদে রয়েছে বলে জানাল CISF।
শনিবার ভোর রাতে গুরগাঁওয়ের একটি কলসেন্টারে ফোন আসে দিল্লির তিনটি বিমান বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। তড়িঘড়ি হংকং গামী দুটি বিমানকে মাঝ আকাশ থেকে নামিয়ে আনা হয়। ট্যাক্সি ওয়েতে নিয়ে যাওয়া হয় জুরিখ গামী একটি বিমান। দ্বিতীয় ফোনে ফের তথ্য দেওয়া হয় বেঙ্গালুরুর তিনটি বিমানে বিস্ফোরক রয়েছে। রুদ্ধ করে দেওয়া হয় বিমানগুলির উড়ান। যদিও CISF সুত্রে জানানো হয়েছে উড়ো ফোনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। বেঙ্গালুরু থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।