দবহোলকরের মৃত্যুর পাঁচ দিন পর মহারাষ্ট্রে কালা জাদু, ডাইনি বিদ্যা নিষিদ্ধ হওয়ার পথে

সমাজসেবী নরেন্দ্র দবহোলকর হত্যার ৫ দিনের মাথায় মহারাষ্ট্রে কালাজাদু, ডাইনি বিদ্যা অন্যান্য কুসংস্কারমূলক কাজ নিষিদ্ধ করতে চলেছে মহারাষ্ট্র সরকার। শনিবার সন্ধেবেলা মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়নন এই সংক্রান্ত একটি অর্ডিন্যান্সে সই করেন। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেই প্রথম এই ধরনের পদক্ষেপ নেওয়া হল। অর্ডিন্যান্স অনুযায়ী মহারাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে নরবলি, জন্মের আগে লিঙ্গ নির্ধারণ, জাদু টোনা ও সবরকমের কুসংস্কারাচ্ছন্ন উপাচার। এই ধরনের কাজে নিযুক্ত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

Updated By: Aug 25, 2013, 01:45 PM IST

সমাজসেবী নরেন্দ্র দবহোলকর হত্যার ৫ দিনের মাথায় মহারাষ্ট্রে কালাজাদু, ডাইনি বিদ্যা অন্যান্য কুসংস্কারমূলক কাজ নিষিদ্ধ করতে চলেছে মহারাষ্ট্র সরকার। শনিবার সন্ধেবেলা মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়নন এই সংক্রান্ত একটি অর্ডিন্যান্সে সই করেন। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেই প্রথম এই ধরনের পদক্ষেপ নেওয়া হল। অর্ডিন্যান্স অনুযায়ী মহারাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে নরবলি, জন্মের আগে লিঙ্গ নির্ধারণ, জাদু টোনা ও সবরকমের কুসংস্কারাচ্ছন্ন উপাচার। এই ধরনের কাজে নিযুক্ত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল দবহোলকর পরিচালিত অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি। দবহোলকর হত্যার পরই বুধবার মহারাষ্ট্রের রাজ্য মন্ত্রীসভা অর্ডিন্যান্স জারি করে। ২০১১ সালে পেশ হওয়া অ্যান্টি-ব্ল্যাক ম্যাজিক বিল প্রতিস্থাপন করেছে এই অর্ডিন্যান্স। এখনও পার্লামেন্টে পাস হয়নি এই বিল। এত দিন ধরে এই বিলটি ফেলে রাখার জন্য বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয় মহারাষ্ট্র সরকার। নাগপুরে ডিসেম্বরে পরবর্তী বিধানসভায় এই বিলটি পাশ করার অপেক্ষা না করে অর্ডিন্যান্সের মাধ্যমে কুসংস্কারমূলক কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।
প্রসঙ্গত, চলতি মাসের ২০ তারিখ সকাল বেলায় পুনের রাস্তায় দবহোলকরকে গুলি করে খুন করে অজানা আততায়ী।

.