বিজেপির ওয়েবসাইটে সাইবার হানা! জানাল কংগ্রেসও
পুলওয়ামা ঘটনার পর তলানিতে ঠেকে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক
নিজস্ব প্রতিবেদন: হ্যাক হয়েছে বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট! এমন খবরে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা ওঠে। এমনকি কংগ্রেসের তরফেও ওই হ্যাকের খবর জানানো হয়। এখনও পর্যন্ত ওই ওয়েবসাইট পুনরুদ্ধার হয়নি। ওই ওয়েবসাইটে কিছু ক্ষণের মধ্যেই ফিরে আসার আশ্বাস দেওয়া হয় বিজেপি কর্তৃপক্ষের তরফে।
হ্যাক হওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম খবরটি চাউর হয়। কংগ্রেসের টুইটার ম্যানেজার দিব্যা স্পন্দনা টুইট করে জানান, “আপনারা যদি বিজেপির ওয়েবসাইট না দেখে থাকেন তা হলে মিশ করবেন।”
Bhaiya aur Bhehno if you’re not looking at the BJP website right now- you’re missing out
— Divya Spandana/Ramya (@divyaspandana) March 5, 2019
আরও পড়ুন- পুলওয়ামার জঙ্গিহামলাকে দুর্ঘটনা বলে বিতর্কে কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং
উল্লেখ্য, পুলওয়ামা ঘটনার পর তলানিতে ঠেকে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। বিভিন্ন রাজনৈতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, পুলওয়ামার নাশকতার পাল্টা হামলা চালিয়েছে ভারতের বায়ুসেনা। জঙ্গি নিকেশ করতে পাকিস্তানে ঢুকে এমন হানা আবারও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এমনকি পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নানা মন্তব্য করতে দেখা গিয়েছে অন্যান্য বিজেপি নেতাদের। এর পর বিজেপি ওয়েবসাইটে সাইবার হানা স্বভাবতই ফের আরও এক বার পাকিস্তানের দিকে আঙুল উঠছে সোশ্যাল মিডিয়ায়।