ঘুষকাণ্ডে মনমোহন-অ্যান্টনির ইস্তফা দাবি বিজেপির

ঘুষকাণ্ডে প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির ইস্তফা দাবি করল প্রধান বিরোধী দল বিজেপি। ঘটনা জানা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা মন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নিলেন না, প্রশ্ন তুলেছে দেশের প্রধান বিরোধী দল। তবে বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

Updated By: Mar 30, 2012, 08:03 PM IST

ঘুষকাণ্ডে প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির ইস্তফা দাবি করল প্রধান বিরোধী দল বিজেপি। ঘটনা জানা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা মন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নিলেন না, প্রশ্ন তুলেছে দেশের প্রধান বিরোধী দল। তবে বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস।
ঘুষকাণ্ডে গত কয়েকদিনে বারবার উত্তাল হয়েছে সংসদ। অস্বস্তি বেড়েছে কেন্দ্রের। ভিকে সিংয়ের সূত্রেই প্রথম নয়, ২০০৯ সালে স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদও টেট্রা ট্রাক কেনার ক্ষেত্রে অনিয়মের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনিকে জানিয়েছিলেন বলে শুক্রবার রাজ্যসভায় দাবি করেন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর। সেসময় বিষয়টির তদন্ত চলছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু তারপরে প্রায় ৩ বছর কেটে গেলেও কোনও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্ন তোলেন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর। প্রতিরক্ষামন্ত্রী দুর্নীতি ধামাচাপা দিতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করেছে বিজেপি।
তবে বিজেপির দাবি সরাসরি খারিজ করেছে কংগ্রেস। উল্টে তাদের অভিযোগ, সরকারের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি।
একের পর এক বিতর্কে যখন ক্রমেই সরকার - সেনাপ্রধান চাপানউতো ঝাঁঝালো হচ্ছে। সেই সময় মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। কেন্দ্রের সঙ্গে তাঁর কোনও মতপার্থক্য নেই বলেই দাবি করেছেন সেনাপ্রধান। কায়েমি স্বার্থেই দুতরফের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
 

.