'Case Of Contempt': প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিপাকে রাহুল, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দবি বিজেপির

মঙ্গলবার, রাহুল গান্ধী সংসদে প্রধানমন্ত্রী মোদী এবং ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছিলেন। আদানির কোম্পানিগুলির বিরুদ্ধে মার্কিন শর্ট-বিক্রেতা হিন্ডেনবার্গ রিসার্চ গ্রুপ স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ করে। এরপর থেকেই সংস্থাগুলি স্পটলাইটে রয়েছে।

Updated By: Feb 8, 2023, 01:22 PM IST
'Case Of Contempt': প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিপাকে রাহুল, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দবি বিজেপির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আক্রমণের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিলিয়নেয়ার গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের বিষয়ে সংসদে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেই বিবৃতিগুলি ‘বিভ্রান্তিকর, অবমাননাকর এবং অশালীন’ বলেছেন দুবে।

দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন। রাহুল গান্ধী ‘হাউসকে বিভ্রান্ত করে’ নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং ‘প্রমাণপত্র ছাড়াই’ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ক্রনি পুঁজিবাদের অভিযোগ করেছেন বলে দাবি করেছেন তিনি।

দুবে তাঁর চিঠিতে লিখেছেন, ‘লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে অংশ নেওয়ার সময়, সাংসদ রাহুল গান্ধী, আগাম নোটিশ না দিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু অপ্রমাণিত, অপরাধমূলক এবং মানহানিকর বিবৃতি দিয়েছিলেন’।

তিনি বলেছিলেন, ‘লোকসভার সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এবং হাউসের মর্জাদার জন্য এই বিবৃতিগুলি বিভ্রান্তিকর, অবমাননাকর, অশ্লীল, অসংসদীয়, অসম্মানজনক’।

দুবে আরও লিখেছেন, ‘রাহুল গান্ধী... তার বিবৃতিকে সমর্থন করার জন্য কোনও যথাযথভাবে প্রামান্য নথি জমা দেননি। যেমন, তিনি এমন একটি বিবৃতি দিয়েছেন যা কোনও ডকুমেন্টারি প্রমাণের অভাবে হাউসকে বিভ্রান্ত করার সমান’।

চিঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে আরও লেখা হয়েছে, ‘এই আচরণ হাউসের অবমাননার একটি সুস্পষ্ট ঘটনা ছাড়াও, হাউস এবং এর সদস্যদের বিশেষাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমি আপনাকে অনুরোধ করছি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘন এবং হাউস অবমাননার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য’।

মঙ্গলবার, রাহুল গান্ধী সংসদে প্রধানমন্ত্রী মোদী এবং ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছিলেন। আদানির কোম্পানিগুলির বিরুদ্ধে মার্কিন শর্ট-বিক্রেতা হিন্ডেনবার্গ রিসার্চ গ্রুপ স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ করে। এরপর থেকেই সংস্থাগুলি স্পটলাইটে রয়েছে।

আরও পড়ুন: RBI Repo Rate Hike: নতুন বছরে ফের সাধারণ মানুষের পকেটে ধাক্কা; রেপো রেট বাড়াল আরবিআই, বাড়বে ইএমআই

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সম্প্রতি ৩,৫০০ কিলোমিটারের ভারত জোড়ো যাত্রা শেষ করেছেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যকে বিভিন্ন সেক্টরে সাহায্য করার দায়ে অভিযুক্ত করেছেন। ক্ষমতাসীন বিজেপি তাঁর এই দাবিকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তাঁরা এই অভিযোগগুলিকে বেপরোয়া বলে অভিহিত করেছে।

দুবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মতো বিজেপি নেতাদের মধ্যে একজন ছিলেন যিনি গান্ধীর অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন যে কংগ্রেস নিজেই টাটা, বিড়লা এবং আম্বানিদের মতো বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে কাজ করেছে।

আরও পড়ুন: Coin Vending Machine: ইউপিআই ব্যবহার করে এবার নোটের বদলে হাতে পান কয়েন, জেনে নিন কীভাবে

বিজেপি সাংসদ বলেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আদানির সুসম্পর্ক রয়েছে।

বিরোধী দলগুলি অভিযোগ করেছে যে আদানি গ্রুপের শেয়ারগুলির সাম্প্রতিক পতনে জনসাধারণের অর্থ জড়িত কারণ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর মতো পাবলিক সেক্টর কোম্পানিগুলি তাদের বিনিয়োগ করেছে এই সংস্থায়। আদানি গোষ্ঠী বলেছে যে এটি সমস্ত আইন মেনে চলছে।

হিন্ডেনবার্গ-আদানি সম্পর্কিত বিক্ষোভের কারণে পার্লামেন্টের উভয় কক্ষই বারবার ব্যাহত হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.