আগেও ধর্ষণের ঘটনা ঘটত, প্রচার হত না, দাবি বিজেপি সাংসদ হেমা মালিনীর
১২ বছরের নীচে শিশুকে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের সাজায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নিজস্ব প্রতিবেদন: ধর্ষণের ঘটনা আগেও ঘটত, তবে প্রচার হত না। দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে এমন সাফাই দিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। তাঁর কথায়, ''সরকার নিশ্চিতভাবে পদক্ষেপ করবে।''
শনিবার মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী বলেন,''এই ধরণের ঘটনায় এখন প্রচার হচ্ছে। আগেও ঘটত, তবে জানা যেত না। এই সব ঘটনার মোকাবিলায় পদক্ষেপ করছে সরকার। সমাধানের চেষ্টাও চলছে।''
Abhi jyada iska publicity ho raha hai aajkal. Pehle bhi shayad ho raha hoga maloom nahin tha. Lekin iske upar zaroor dhyan diya jaayega. Aisa jo haadsa ho raha hai nahin hona chahiye, isse desh ka bhi naam kharab ho raha hai: BJP MP Hema Malini on crimes against children pic.twitter.com/Y4CdDO5rGq
— ANI UP (@ANINewsUP) April 21, 2018
জম্মুর কাঠুয়ায় শিশুকন্যার ধর্ষণের ঘটনার পর দেশজুড়ে কঠোর আইনের দাবি উঠছে। অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে শনিবার Protection of Children from Sexual Offences বা পকসো-র সংশোধনী অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবারই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, পকসো আইনে পরিবর্তন আনা হচ্ছে। শনিবার ৭ নম্বর লোককল্যাণ মার্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্সে ১২ বছরের নীচে শিশুকে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের সাজায় অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড, পকসো সংশোধনী অর্ডিন্যান্সে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার