মাও-বিজেপি আঁতাঁতের অভিযোগ আনল কংগ্রেস
ছত্তিসগড়ে বিজেপি-মাওবাদী আঁতাঁতের অভিযোগ আনল কংগ্রেস। শনিবারের মাও হামলায় কংগ্রেস নেতার মৃত্যুর দায় নিয়ে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস।
ছত্তিসগড়ে বিজেপি-মাওবাদী আঁতাঁতের অভিযোগ আনল কংগ্রেস। শনিবারের মাও হামলায় কংগ্রেস নেতার মৃত্যুর দায় নিয়ে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস।
কংগ্রেস মুখপাত্র ভক্ত চরণ দাস বলেন, "বিজেপি আর মাওবাদীরা একযোগে কাজ করছে। এক অপরকে সাহায্য করছে তারা। আমাদের প্রশ্নের জবাব দিতে চাইছে না বিজেপি।" তিনি আরও বলেন, "ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের পদত্যাগ করা উচিৎ।"
কংগ্রেসের ব্যাখ্যা, ২৫ তারিখের মাও হামলায় আদতে ফায়দা ওঠাবে রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট ব্যাঙ্কে প্রভাব ঘটাতে বিজেপি মাওবাদীদের দিয়ে নাশকাতার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব।
অন্যদিকে, আজ ফের মাওবাদী হামলার ঘটনা ঘটে ছত্তিসগড়ে। মাওবাদীদের গুলিতে এক বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।