মোদী ম্যাজিকে বেলাইন সপা, ফ্লপ রাহুল প্ল্যান; উত্তরপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়
উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের ভোটগণনা চলছে। সকালের ট্রেন্ড যা বলছে, তাতে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়। পিছিয়ে সপা-কংগ্রেস জোট। প্রায় কাছাকাছি বহুজন সমাজ পার্টি। অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। প্রাথমিক গণনার ফল সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
ওয়েব ডেস্ক : উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের ভোটগণনা চলছে। সকালের ট্রেন্ড যা বলছে, তাতে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়। প্রায় ১০০-র উপর আসনে এগিয়ে বিজেপি। পিছিয়ে সপা-কংগ্রেস জোট। প্রায় কাছাকাছি বহুজন সমাজ পার্টি। মোদী ম্যাজিকে উধাও নোটবন্দির হাওয়া। অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। প্রাথমিক গণনার ফল সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
গো-বলয়ের হৃদয়পুর কার দখলে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে চর্চিত উত্তরপ্রদেশের ভোট। ত্রিশঙ্কু বিধানসভায় এগিয়ে থাকবে বিজেপি। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলে এমনই পূর্বাভাস। সিংহভাগ সমীক্ষাই বলছে, উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না তারা। তবে, বিজেপি নিজের জোরেই লখনউ দখল করবে, এমন পূর্বাভাসও বেশ কয়েকটি সমীক্ষায় দেওয়া হয়েছে।
ব্যাটলগ্রাউন্ড উত্তরপ্রদেশে কার জোর কত , আজই তা স্পষ্ট হয়ে যাবে। সব বুথ ফেরত সমীক্ষাতেই তিন নম্বরে মায়াবতীর বিএসপি। কিন্তু, তাঁর হাতেই থাকছে সরকার গঠনের চাবিকাঠি। তিনিই হয়ে উঠতে পারেন কিং-মেকার। ঘুরিয়ে বহেনজির সমর্থন চেয়ে জল্পনা ইতিমধ্যে উস্কে দিয়েছেন খোদ অখিলেশ যাদব। বিজেপি অবশ্য কনফিডেন্ট, লখনউয়ের তখত এবার হাতছাড়া হচ্ছেই সমাজবাদী পার্টির। কংগ্রেসের সঙ্গে জোটও কাজে আসবে না।
আরও পড়ুন, বুথ ফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, তবে 'বহেনজি'ই এখন ভাইটাল ফ্যাক্টর