সপা সংখ্যাগরিষ্ঠতা না পেলেই মায়াবতীর সাহায্য চাওয়া হতে পারে : নরেশ আগরওয়াল

রাজনীতিতে চিরশত্রু কেউ নেই। শেষ বলে কিছুই হয় না। সপা সংখ্যাগরিষ্ঠতা না পেলেই মায়াবতীর সাহায্য চাওয়া হতে পারে। ভোট গণণার একদিন আগে ২৪ ঘণ্টার প্রতিনিধি কমলিকা সেনগুপ্তকে একান্ত সাক্ষাত্কারে বললেন সমাজবাদী পার্টি নেতা নরেশ আগরওয়াল।

Updated By: Mar 10, 2017, 09:41 PM IST
সপা সংখ্যাগরিষ্ঠতা না পেলেই মায়াবতীর সাহায্য চাওয়া হতে পারে : নরেশ আগরওয়াল

ওয়েব ডেস্ক: রাজনীতিতে চিরশত্রু কেউ নেই। শেষ বলে কিছুই হয় না। সপা সংখ্যাগরিষ্ঠতা না পেলেই মায়াবতীর সাহায্য চাওয়া হতে পারে। ভোট গণণার একদিন আগে ২৪ ঘণ্টার প্রতিনিধি কমলিকা সেনগুপ্তকে একান্ত সাক্ষাত্কারে বললেন সমাজবাদী পার্টি নেতা নরেশ আগরওয়াল।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিধানসভা হাং হলে নয়া সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন অখিলেশ যাদব। গতকাল ঘুরিয়ে সরকার গঠনে মায়াবতীর সাহায্য চাইবার কথাই বলেছিলেন তিনি। এক সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য ছিল, কোনও দলই চায় না উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি হোক। বিজেপি রিমোট কন্ট্রোলে সরকার চালাক, সেটাও হতে দেওয়া যায় না। এসপি চিরকাল সম্মান জানিয়েছে বিএসপিকে। এসপি বিএসপির সাহায্য চাইবে, এমনটাইতো লোকের পক্ষে ভাবা স্বাভাবিক। তবে এখনই এবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। তবে আমি নিশ্চিত যে, এসপি-কংগ্রেস জোটই উত্তরপ্রদেশে সরকার গড়বে। (আরও পড়ুন- "কেজরিওয়াল ঠিক মোদীর মতই ধূর্ত, উচ্চাকাঙ্খী ও জালিয়াত": মার্কন্ডেয় কাটজু)

.