কর্নাটকের মুখ্যমন্ত্রী বদল নিয়ে বৈঠকে বিজেপি কোর গ্রুপ

কন্নড় সংকটের সমাধানসূত্রের সন্ধানে বৈঠক করল বিজেপির কোর গ্রুপ। কর্নাটকের প্রভাবশালী নেতা বি এস ইয়েদুরাপ্পার শিবিরের দাবি মেনে মুখ্যমন্ত্রী পদ থেকে ডি ভি সদানন্দ গৌড়াকে সরানোর ব্যাপারে আলোচনা হয় এদিন দুপুরে নীতিন গডকড়ির বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে।

Updated By: Jul 7, 2012, 12:55 PM IST

কন্নড় সংকটের সমাধানসূত্রের সন্ধানে বৈঠক করল বিজেপির কোর গ্রুপ। কর্নাটকের প্রভাবশালী নেতা বি এস ইয়েদুরাপ্পার শিবিরের দাবি মেনে মুখ্যমন্ত্রী পদ থেকে ডি ভি সদানন্দ গৌড়াকে সরানোর ব্যাপারে আলোচনা হয় এদিন দুপুরে নীতিন গডকড়ির বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে। সূত্রে খবর, এই বৈঠকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ইয়েদুরাপ্পা গোষ্ঠীর লিঙ্গায়েত নেতা জগদীশ শেট্টারের নাম চূড়ান্ত করেছেন বিজেপির কোর গ্রুপের সদস্যরা। পাশাপাশি আলোচনা হয়েছে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের দলীয় কৌশল নিয়েও।
তবে তার আগে সাংগঠনিক বিধি মেনে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, সংসদীয় বোর্ডের রবিবারের বৈঠকে অনুমোদিত হবে এই সিদ্ধান্ত। বিজেপি সূত্রে খবর, এরপর সভাপতি নীতিন গডকড়ির বার্তা নিয়ে বেঙ্গালুরু যাবেন দুই বরিষ্ঠ নেতা, অরুণ জেটলি ও রাজনাথ সিং। যুযুধান দু'গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রী বদল পর্ব মসৃণ করার চেষ্টা চালাবেন তাঁরা। যদিও ১১ নম্বর অশোক রোডের অন্দরের খবর, ইয়েদুরাপ্পার চাপে সদানন্দ গৌড়াকে সরানোর ব্যাপারে আপত্তি রয়েছে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর।
অবৈধ আকরিক লোহা উত্তোলন এবং সরকারি জমি আত্মসাতের জোড়া কেলেঙ্কারির জোরে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়ার পর ২০১১ সালে অগাস্ট মাসে নিজের ঘনিষ্ঠ অনুগামী সদানন্দ গৌড়াকে বিজেপি পরিষদীয় দলের বৈঠকের ভোটাভুটিতে জিতিয়ে এনেছিলেন ইয়েদুরাপ্পা। সে সময় রাজ্য বিজেপি সভাপতি এশ্বরাপ্পা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনন্তকুমারের নেতৃত্বাধীন গোষ্ঠীর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি পরিষদীয় দলের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন জগদীশ শেট্টার।

কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচনের কিছুদিনের মধ্যেই ইয়েদুরাপ্পা-সদানন্দ সম্পর্কে ফাটল ধরে। আর এরপরই উত্তরসূরির অপসারণ চেয়ে বিজেপি হাইকম্যান্ডের কাছে দরবার শুরু করেন শিকারিপুরার লিঙ্গায়েত নেতা। তাঁর অনুগামী মন্ত্রী-বিধায়করাও প্রকাশ্যে সদানন্দ গৌড়ার অপসারণ চেয়ে সোচ্চার হন। সদানন্দের ছেড়ে দেওয়া উদুপি-চিকমাগালুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর ইয়েদুরাপ্পা শিবিরের মুখ্যমন্ত্রী বদলের দাবি আরও জোরাল হয়। তাত্‍পর্যপূর্ণভাবে গোষ্ঠী রাজনীতির সমীকরণ বদলে ইয়েদুরাপ্পা শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ওঠেন জগদীশ শেট্টার।
বিজেপি হাইকম্যান্ডের চাপ বাড়িয়ে গত ২৯ জুন জগদীশ শেট্টার-সহ ইয়েদুরাপ্পা শিবিরের ৯ মন্ত্রী তাঁদের পদ থেকে ইস্তফা দেন। পাশাপাশি রাজ্য বিজেপির ১২০ জন বিধায়কের মধ্যে মোট ৫৭ জন সদানন্দ গৌড়ার অপসারণের দাবি তোলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ বাড়াতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রমব মুখোপাধ্যায়কে সমর্থনেরও ইঙ্গিত দেন কুশলী ইয়েদুরাপ্পা। কার্যত এরপরই ইয়েদুরাপ্পা গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে বিজেপি হাইকম্যান্ড। কর্নাটকের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করে সদানন্দকে সরানোর প্রতিশ্রুতি দেন। প্রাথমিকভাবে আগামী ১৬ জুলাই জগদীশ শেট্টারকে মুখ্যমন্ত্রী করার বার্তাও দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এরপরই পদত্যাগী মন্ত্রীরা তাঁদের ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন।

.