ত্রিপুরায় বিপ্লবের শপথ

৩ মার্চ ঐতিহাসিক রায়ে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরা দখল করেছে বিজেপি। আজ, শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিপ্লব কুমার দেব। রয়েছেন নবনির্বাচিত বিজেপি বিধায়করাও। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ঘিরে ত্রিপুরায় এখন চরম ব্যস্ততা। আগরতলায় অসম রাইফেলসের মাঠে চলছে এই শপথগ্রহণের অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বহু ভিভিআইপিরা। নিজে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপির ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে হাজির তিনিও।

Updated By: Mar 9, 2018, 12:11 PM IST
ত্রিপুরায় বিপ্লবের শপথ

নিজস্ব প্রতিবেদন : ৩ মার্চ ঐতিহাসিক রায়ে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরা দখল করেছে বিজেপি। আজ, শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিপ্লব কুমার দেব। রয়েছেন নবনির্বাচিত বিজেপি বিধায়করাও। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ঘিরে ত্রিপুরায় এখন চরম ব্যস্ততা। আগরতলায় অসম রাইফেলসের মাঠে চলছে এই শপথগ্রহণের অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বহু ভিভিআইপিরা। নিজে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপির ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে হাজির তিনিও।

আরও প়ড়ুন- স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি সুপ্রিম কোর্টের

রাজ্যে বিজেপি কর্মীদের মাঝে 'বিগ বি' বলেই পরিচিত বিপ্লব দেব। মিতভাষি বিপ্লব আগরতলার একটি ছোটো ফ্ল্যাটে ভাড়া থাকেন। স্ত্রী নীতি দেব কর্মসূত্রে দিল্লিতে থাকেন। দেব দম্পতির দুই সন্তান। ছেলে এবার দশম শ্রেণীর পরীক্ষা দিচ্ছে। মেয়ে ছোট।

ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক রায়ে জয় পেয়েছে দল। অথচ, সেই জয়ের অন্যতম কারিগত বিপ্লব মাত্রাতিরিক্র উল্লাসে রাজী নন। তিনি বলেন, ''রাজ্যের মানুষই আমার শক্তি। যারা আমার সঙ্গে দেখা করতে আসেন তাদের থেকেই শিক্ষা পাই।'' তাঁর কথায়, ''বামেরা ত্রিপুরায় কাজ করার সুযোজ পেয়েছে। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। রাজ্যের সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে এখানে উন্নয়ন করা যায় তা এবার বিজেপি দেখাবে। ত্রিপুরার মানুষ তাদের রায় দিয়েছেন, এবার কাজ করার পালা আমাদের।''

 

.