স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি সুপ্রিম কোর্টের
স্বেচ্ছা মৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। গাইডলাইন মেনে স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি দিল দেশের সর্বোচ্চ আদালত। ‘সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার’ বলে শুক্রবার সর্বোচ্চ আদালতের তরফে মন্তব্য করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : স্বেচ্ছা মৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। গাইডলাইন মেনে স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি দিল দেশের সর্বোচ্চ আদালত। ‘সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার’ বলে শুক্রবার সর্বোচ্চ আদালতের তরফে মন্তব্য করা হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার এই মন্তব্য করে। এ বিষয়ে সরকারকে উপযুক্ত আইন প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। পাশাপাশি স্বেচ্ছা মৃত্যু নিয়ে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই গাইডলাইন বহাল থাকবে বলেও হয়েছে জানানো।
Supreme Court says passive #Euthanasia is permissible with guidelines. pic.twitter.com/cOcQu8VbUN
— ANI (@ANI) March 9, 2018
Human beings have the right to die with dignity: Supreme Court after allowing passive #Euthanasia with guidelines.
— ANI (@ANI) March 9, 2018
A five-judge Constitution bench of the Supreme Court, headed by Chief Justice of India Dipak Misra passed the order allowing passive #Euthanasia with guidelines
— ANI (@ANI) March 9, 2018