বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনায় মিষ্টি বিলি বাংলাদেশে

মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ ছেড়ে এদেশে চলে এসেছিলেন বিপ্লব দেবের মা-বাবা।   

Updated By: Mar 5, 2018, 08:11 PM IST
বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনায় মিষ্টি বিলি বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে পাকাপাকিভাবে ত্রিপুরায় চলে এসেছিলেন বিপ্লব দেবের মা-বাবা। বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হিরুধন দেব ও মিনা রানি দেবের সন্তান বিপ্লব দেবের জন্ম হয় কচুয়াতেই। 

বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো'র প্রতিবেদনের দাবি, কচুয়ায় এখনও বিপ্লব দেবের আত্মীয়স্বজন থাকেন। কচুয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাঁর কাকা প্রাণধন দেব। তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় বিজেপি নেতার মা-বাবা এদেশে চলে আসেন। 

আরও পড়ুন- ত্রিপুরায় বিজয় উত্সবের আবহেই আলাদা রাজ্যের দাবিতে চাপ বাড়াল বিজেপির শরিক

দীর্ঘদিন ধরেই দিল্লির বাসিন্দা ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মী বিপ্লব দেব। ২০১৬ সালের ৭ জানুয়ারি তাঁকে ত্রিপুরার বিজেপি সভাপতির দায়িত্ব দিয়ে পাঠানো হয়। মাত্র দুই বছরেই রাজ্যে পদ্ম ফুটিয়েছেন বিপ্লব দেব। তিনিই ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা। ঘরের ছেলের এহেন সাফল্যের পর মিষ্টিমুখ করেছেন কচুয়াবাসী। গতবছর আওয়ামি লিগের কেন্দ্রীয় কাউন্সিলে বিজেপির প্রতিনিধি দলের প্রধান হয়ে ঢাকায় গিয়েছিলেন বিপ্লব দেব। বৈঠক শেষে নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- দুই বিধায়ক নিয়েই মেঘালয়ে কংগ্রেসের হাতে পেন্সিল ধরাল বিজেপি

.