যুদ্ধের আবহে বিহারে দ্বিতীয় দফার ভোট আজ
একদিকে মন্ত্রীর ঘুষকাণ্ডের ভিডিও নিয়ে NDA-এর তোপ। অন্যদিকে দাদরি ইস্যুতে প্রধানমন্ত্রীর দেরিতে মুখ খোলা নিয়ে লালু-নীতীশদের আক্রমণ। কার্যত যুদ্ধের আবহে বিহারে আজ দ্বিতীয় দফার ভোট।
ওয়েব ডেস্ক: একদিকে মন্ত্রীর ঘুষকাণ্ডের ভিডিও নিয়ে NDA-এর তোপ। অন্যদিকে দাদরি ইস্যুতে প্রধানমন্ত্রীর দেরিতে মুখ খোলা নিয়ে লালু-নীতীশদের আক্রমণ। কার্যত যুদ্ধের আবহে বিহারে আজ দ্বিতীয় দফার ভোট।
মাওবাদী প্রভাবিত ৬টি জেলার ৩২ই আসনে চলছে ভোটগ্রহণ। ইভিএম বন্দি হবে ৪৫৬ জন প্রার্থীর ভাগ্য। ৯,১১৯ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন ৮৬ লক্ষেরও বেশি মানুষ। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়ে গিয়েছে ভোট। স্পর্শকাতর ২৩টি আসনে বিকেল ৩ বা ৪টে পর্যন্ত ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোতায়েন করা হয়েছে ৯৯৩ কোম্পানি আধাসামরিক বাহিনী। আজকের ভোটে নজরে থাকবে ইমামগঞ্জ। যেখানে জেডিইউ-র উদয় নারায়ণ চৌধুরির সঙ্গে টক্করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি।
প্রসঙ্গত, সোমবার ছিল বিহারের প্রথম পর্বের ভোট। মোট ৫৭% ভোট পড়েছিল ওই দিন।
তৃতীয় দফার ভোট ২৮শে অক্টোবর, চতুর্থ দফার ভোট ১লা নভেম্বর এবং পঞ্চম দফার ভোটগ্রহণ হবে ৫ই নভেম্বর। এরপর ভোটগণনা হবে ৮ই নভেম্বর।