'কন্যার চেয়ে ব্যালটের ইজ্জত বেশি'
কন্যার চেয়ে ব্যালটের ইজ্জত অনেক বেশি। বেফাঁস মন্তব্য করে বিতর্ক খুঁচিয়ে তুললেন জেডিইউ সাংসদ শরদ যাদব। তাঁর আজব ব্যাখ্যা, কন্যার সম্মানহানি হলে পাড়ার সম্মানহানি হয়। কিন্তু ব্যালট বিক্রি হলে দেশের অসম্মান। আরও পড়ুন-পাকিস্তানকে চাপে ফেলে ট্রাম্পের আমেরিকায় আমন্ত্রিত 'মহান' মোদী
ওয়েব ডেস্ক: কন্যার চেয়ে ব্যালটের ইজ্জত অনেক বেশি। বেফাঁস মন্তব্য করে বিতর্ক খুঁচিয়ে তুললেন জেডিইউ সাংসদ শরদ যাদব। তাঁর আজব ব্যাখ্যা, কন্যার সম্মানহানি হলে পাড়ার সম্মানহানি হয়। কিন্তু ব্যালট বিক্রি হলে দেশের অসম্মান। আরও পড়ুন-পাকিস্তানকে চাপে ফেলে ট্রাম্পের আমেরিকায় আমন্ত্রিত 'মহান' মোদী
#WATCH: Senior JDU leader Sharad Yadav says "Beti ki izzat se vote ki izzat badi hai" in Patna (Jan 24th) pic.twitter.com/kvDxZpO2iZ
— ANI (@ANI_news) January 25, 2017
আরও পড়ুন- বাজেটে পাঁচ রাজ্যের জন্য নতুন কোনও প্রকল্প বা বিশেষ ঘোষণা করতে পারবে না কেন্দ্র