Budget 2024 Costlier -Cheaper: দাম কমছে সোনা-রুপোর, মোবাইল ফোনের! জীবনদায়ী ওষুধে মিলবে ছাড়...

udget 2024 Cheaper Items: দাম কমল মোবাইল ফোন, চার্জারের। ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স-রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। তবে বাড়ছে পিভিসি ও প্লাস্টিকজাত কয়েকটি জিনিসের দাম৷ একনজরে তালিকা...

Updated By: Jul 23, 2024, 02:18 PM IST
Budget 2024 Costlier -Cheaper: দাম কমছে সোনা-রুপোর, মোবাইল ফোনের! জীবনদায়ী ওষুধে মিলবে ছাড়...
ফাইল ছবি

Budget 2024 Cheaper Items List: তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। দেশ দীর্ঘ সময় ধরে সুস্থিত ও সংহত একটি সরকার পেয়েছে। তাই সেই সরকারের থেকে সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি। আজ, মঙ্গলবার সংসদে পেশ করা হল প্রত্যাশার সেই কেন্দ্রীয় বাজেট (Budget 2024)। পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেটে এক ধাক্কায় কমল একাধিক জিনিসের দাম ৷

আরও পড়ুন, Income Tax Slab Change: আয়কর কাঠামোয় পরিবর্তন! মধ্যবিত্তদের জন্য বড় ছাড়...

সোনা, রুপো থেকে মোবাইল ফোন বেশ কিছু জিনিসের দাম কমিয়ে কার্যত কল্পতরু হয়ে উঠলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে দাম কমা-বাড়ার খতিয়ানের দিকে। মোবাইল ফোন, মোবাইল চার্জার: মোবাইল ও মোবাইলের অ্যাসেসোরির উপর ১৬ শতাংশ বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তবে বাড়ছে পিভিসি ও প্লাস্টিকজাত কয়েকটি জিনিসের দাম ৷

লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে কর। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। ফলে ক্যানসারের ওষুধের দামও কমতে চলেছে ৷ ই-কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। সোনা-রুপো এবং প্ল্যাটিনাম: বহুমূল্য দুই ধাতু সোনা ও রূপোর উপর ৬ শতাংশ করে অন্তঃশুল্ক কমছে। প্ল্যাটিনামের উপর অন্তঃশুল্ক কমছে ৬.৫ শতাংশ। 

সস্থা হচ্ছে লিথিয়াম-আয়ন ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি। নির্দিষ্ট ব্রুড স্টক, চিংড়ি এবং মাছের খাদ্যের উপর মৌলিক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও করেছেন ৷ নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর উপর কর ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হবে। ১২ মাসের বেশি শেয়ার ধরে রাখলে ২.৫ শতাংশ বেশি কর দিতে হবে। দাম বেড়েছে বেশকিছু টেলিকম সামগ্রীরও। 

আরও পড়ুন, Budget 2024: কৃষিক্ষেত্রে অকল্পনীয় বরাদ্দ! দেশের কৃষকদের জীবনযাপন কি এবার আমূল বদলে যাচ্ছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.