Bank Holidays: পুজোর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, পড়ে থাকা কাজ সেরে ফেলুন আগেভাগেই
Bank Holidays: পুজোর ছুটি তো রয়েইছে, পাশপাশি রয়েছে সেকেন্ড ও ফোর্থ শনিবার ও আঞ্চলিক ছুটি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী মাসেই পুজো। ফলে স্বাভাবিকভাবেই বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে জেনে রাখা ভালো অক্টোবর মাসে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ১৫ দিন। ছুটি তো রয়েইছে, পাশপাশি রয়েছে সেকেন্ড ও ফোর্থ শনিবার ও আঞ্চলিক ছুটি। ফলে এসব জেনে নিয়ে আগেভাগেই পড়ে থাকা কাজ করে নেওয়া প্রয়োজন। জেনে নিন কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে।
আরও পড়ুন-'কেউ খবরও নেয়নি, এক পয়সা দেয়ওনি', দুর্যোগ মোকাবিলায় উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী
১ অক্টোবর- জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে বিধানসভা ভোটের জন্য
২ অক্টোবর-গান্ধী জয়ন্তী, মহালয়া
৩ অক্টোবর-রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ নবরাত্র স্থাপনার জন্য
৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি
১০ অক্টোবর- দুর্গাপুজো, দশেরা
১১ অক্টোবর-অষ্টমী/ নবমী
১২ অক্টোবর-দশেরা/ বিজয়া দশমী
১৩ অক্টোবর-সাপ্তাহিক ছুটি
১৪ অক্টোবর-দুর্গাপুজো সিকিমে
১৬ অক্টোবর-লক্ষ্মী পুজো পশ্চিমবঙ্গ
১৭ অক্টোবর-মহর্ষী বাল্মীকী জয়ন্তী কর্ণাটক, অসম, হিমাচল
২০ অক্টোবর-সাপ্তাহিক ছুটি
২৬ অক্টোবর-ফোর্থ সাটার ডে
২৭ অক্টোবর-সাপ্তাহিক ছুটি
৩১ অক্টোবর-দিওয়ালি/কালীপুজো
ছুটি থাকলেও গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই তাঁদের আর্থিক কাজকর্ম করতে পারবেন। এ ছাড়াও, এটিএম পরিষেবাগুলিও সচল থাকবে, ফলে টাকা তোলার কোনও সমস্যা হবে না। সুতরাং, যারা ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ করতে চান, তাঁরা অবশ্যই আগে থেকে কাজ সেরে রাখুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)