আজ থেকেই ব্যাঙ্কে ৪ বারের বেশি লেনদেন পিছু গুনতে হবে ১৫০টাকা

ক্যাশ লেনদেনের প্রবণতা কমাতে নয়া নিয়ম। ব্যাঙ্কে মাসে চার বারের বেশি লেনদেন করতে গেলেই এবার গ্রাহকদের দিতে হবে ব্যাঙ্ক-চার্জ। প্রথম চারটি লেনদেন কোনও চার্জ ধার্য হচ্ছে না। কিন্তু তার পর থেকে প্রতি লেনদেন পিছু গুনতে হবে বাড়তি ১৫০ টাকা।

Updated By: Mar 2, 2017, 03:36 PM IST
আজ থেকেই ব্যাঙ্কে ৪ বারের বেশি লেনদেন পিছু গুনতে হবে ১৫০টাকা

ওয়েব ডেস্ক : ক্যাশ লেনদেনের প্রবণতা কমাতে নয়া নিয়ম। ব্যাঙ্কে মাসে চার বারের বেশি লেনদেন করতে গেলেই এবার গ্রাহকদের দিতে হবে ব্যাঙ্ক-চার্জ। প্রথম চারটি লেনদেন কোনও চার্জ ধার্য হচ্ছে না। কিন্তু তার পর থেকে প্রতি লেনদেন পিছু গুনতে হবে বাড়তি ১৫০ টাকা।

আজ থেকে এই নয়া নিয়ম কার্যকর করেছে দেশের প্রথম শ্রেণির চারটি বেসরকারি ব্যাঙ্ক। যার মধ্যে রয়েছে HDFC, ICICI, অ্যাক্সিস ব্যাঙ্ক। মাসে ২ লক্ষ টাকা লেনদেনে এই নতুন নিয়ম কার্যকর। অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এবং জমা দেওয়ার এই উর্দ্ধসীমা অতিক্রম করলেই, ১৫০ টাকা কেটে নেবে ব্যাঙ্ক। সেইসঙ্গে যোগ হবে সার্ভিস চার্জও। প্রতি ১০০০ টাকায় সার্ভিস চার্জ পড়বে ৫ টাকা করে।

অন্যদিকে ATM লেনদেনের ক্ষেত্রেও ফিরে এল পুরনো নিয়ম। ৫ বারের বেশি টাকা তুলতে গেলেই এবার থেকে গুনতে হবে চার্জ।

আরও পড়ুন, ভর্তুকিহীন রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি দাম বাড়ছে ৮৬ টাকা

.