জুতোর মধ্যে লুকিয়ে হাপিস ৯০ লাখ টাকার নতুন নোট!

সিআইএসএফের দাবি, জুতোর ভেতরে ও জামা কাপড়ের মধ্যে লুকিয়ে ওই টাকা চালান করেছে মনোহর

Updated By: Jan 19, 2018, 06:59 PM IST
জুতোর মধ্যে লুকিয়ে হাপিস ৯০ লাখ টাকার নতুন নোট!

নিজস্ব প্রতিবেদন: সরষের মধ্যেই ভূত। রিজার্ভ ব্যাঙ্কের নোট ছাপাখানার এক আধিকারিক দিনের পর দিন সরিয়ে নিয়েছেন ছাপা হওয়া নতুন নোট। আর ‌যখন তা টের পাওয়া গেল তখন প্রায় এক কোটি টাকা সরিয়ে ফেলেছে ওই কর্মী। শেষপ‌র্যন্ত গ্রেফতার করা হয়েছে তাকে।

মধ্যপ্রদেশের দেওয়াস নোট প্রেসের আধিকারিক মনোহর ভার্মাকে গ্রেফতার করে তার বাড়িতে তল্লাশি করতেই চোখ ছানবড়া সিআইএসএফের। বাড়ি থেকে প্রথমে উদ্ধার হয় ৬৪ লাখ টাকার নতুন নোট। এরপর অফিস থেকে উদ্ধার হয়েছে ২৬ লাখ টাকার নোট। সিআইএসএফের দাবি, জুতোর ভেতরে ও জামা কাপড়ের মধ্যে লুকিয়ে ওই টাকা চালান করেছে মনোহর।

আরও পড়ুন-১৪ দিনের জেল হেফাজত সাহিদের, 'টিএমসিপি ছাড়ছেন না', জানালেন নির্যাতিতা ছাত্রী

সিআইএসএফের দাবি, সন্দেহ হওয়ায় বেশ কিছুদিন ধরে তার উপরে নজর রাখা হচ্ছিল। সিসিটিভির ফুটেজ দেখে শেষপ‌র্যন্ত হাতেনাতে ধরে ফলা হয় তাকে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অধিকাংশ নোটই একেবারে নিখুঁত অথবা খুব অল্পসল্প খুঁতযুক্ত। সেগুলি সে খুব সহজেই বাজারে চালিয়ে দেওয়া সম্ভব। গোটা বিষয়টি ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ককে জানানো হয়েছে।

.