'অফিস অব প্রফিট' মামলায় হাইকোর্টেও ধাক্কা খেলেন কেজরিওয়াল
হাইকোর্টে গিয়েও স্বস্তি পেল না অরবিন্দ কেজরিওয়াল।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েও স্বস্তি পেল না আম আদমি পার্টি। আপের আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়ে দিল, 'অফিস অব প্রফিট' মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়।
স্বার্থের সংঘাতের দায়ে কেজরিওয়ালের দলের ২০ জন জনপ্রতিনিধির বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, বিষয়টি বিচারাধীন। এব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করা সম্ভব নয়।
জনপ্রতিনিধি আইনে, লাভজনক সরকারি পদে বসতে পারেন না কোনও বিধায়ক বা সাংসদ। আপের ২১ জন বিধায়কের বিরুদ্ধে সরকারি পদে থেকে সুযোগসুবিধা ভোগের অভিযোগ উঠেছে। পঞ্জাবে বিধানসভা নির্বাচন লড়ার জন্য ইতিমধ্যেই পদত্যাগ করেছিলেন রাজরৌ গার্ডেনের আপ বিধায়ক জার্নেল সিং।
#FLASH Delhi High Court refuses to grant interim relief to Aam Aadmi Party MLAs in Office of Profit case
— ANI (@ANI) January 19, 2018
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় আপ। তবে সেখান থেকেও খালি হাতে ফিরতে হল কেজরিওয়ালকে।