মথুরার মূল পাণ্ডাদের দাবি শুনলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন!

গত কয়েকদিন ধরেই দেশের খবরের শিরোনামে মথুরা। সেখানে সরকারি জায়গা থেকে মানুষদের সরিয়ে দেওয়ার সময় এমন খণ্ডযুদ্ধ লাগে যে, অনেকগুলো তাজা প্রাণ চলে যায়। সাধারণ মানুষের সঙ্গে মারা যান, পুলিশও। সরকারি জায়গায় যাঁরা বাস করছিলেন অনেকদিন ধরে, তাঁদের সংস্থার নাম - আজাদ ভারত বৈদিক বিচারিক ক্রান্তি সত্যগ্রহী। আর এঁদের নেতার নাম রাম বিকাশ যাদব।

Updated By: Jun 4, 2016, 03:53 PM IST
মথুরার মূল পাণ্ডাদের দাবি শুনলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন!

ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরেই দেশের খবরের শিরোনামে মথুরা। সেখানে সরকারি জায়গা থেকে মানুষদের সরিয়ে দেওয়ার সময় এমন খণ্ডযুদ্ধ লাগে যে, অনেকগুলো তাজা প্রাণ চলে যায়। সাধারণ মানুষের সঙ্গে মারা যান, পুলিশও। সরকারি জায়গায় যাঁরা বাস করছিলেন অনেকদিন ধরে, তাঁদের সংস্থার নাম - আজাদ ভারত বৈদিক বিচারিক ক্রান্তি সত্যগ্রহী। আর এঁদের নেতার নাম রাম বিকাশ যাদব।

এত বড় ঘটনার জন্য আজাদ ভারত বৈদিক বিচারিক ক্রান্তি সত্যগ্রহীর সম্পর্কে কিছু জিনিস তো জানতে হবে। আর যখনই আপনি এঁদের দাবি দাওয়া সম্পর্কে জানবেন, দেখবেন বুঝতে পারবেন না, হাসবেন না কাঁদবেন। কী দাবি তাঁদের?

১) এঁরা নিজেদের নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরাগী হিসেবেই মানেন।

২) এঁরা দেশে স্বর্ণ মুদ্রার প্রচলন চান। আর ভারতীয় মুদ্রার নাম দিতে চান - আজাদ হিন্দ ফৌজ মুদ্রা!

৩) এঁরা মাত্র এক টাকার (১ টাকা) বিনিময়ে ৬০ লিটার ডিজেল এবং ৪০ লিটার পেট্রোল চান!

.