অবশেষে বর্ষা এল মুম্বইয়ে

অনেক দিনের অপেক্ষা শেষে বৃষ্টি নামল দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এখানে। যান চালাচল মোটের উপর স্বাভাবিক থাকলেও সামান্য দেরিতে চলছে রেল। আন্ধেরি সাবওয়ে সহ বিভিন্ন অঞ্চলে জল জমার খবর পাওয়া গিয়েছে।

Updated By: Jun 28, 2012, 01:43 PM IST

অনেক দিনের অপেক্ষা শেষে বৃষ্টি নামল দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এখানে। যান চালাচল মোটের উপর স্বাভাবিক থাকলেও সামান্য দেরিতে চলছে রেল। আন্ধেরি সাবওয়ে সহ বিভিন্ন অঞ্চলে জল জমার খবর পাওয়া গিয়েছে।
দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজ যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ষা দেরিতে আসায় এবার স্বাভাবিকের থেকে অনেকটাই কম বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। ২০০৪ থেকে ২০১১`র ২৬ জুন পর্যন্ত, যেখানে মুম্বইয়ে গড়ে বৃষ্টির পরিমাণ থাকে ৫৯৪.২ মিলিমিটার, সেখানে এবার বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় কমে হয়েছে ১২৮ মিলিমিটার। বৃষ্টির পরিমাণ স্বাভাবিক না হলে জল সরবরাহ ১০ শতাংশ কমানো হবে বলে জানানো হয়েছে মুম্বইয়ের পুর কর্তৃপক্ষের তরফে।

.