রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ প্রণব-সাংমার, অনুপস্থিত তৃণমূল

রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জি ও এনডিএ সমর্থিত প্রার্থী পি এ সাংমার মনোনয়নপত্র পেশের মধ্যে দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল রাইসিনা হিলসের দৌড়। তবে ইউপিএ জোটের সমস্ত শরিক ও সমর্থক দলের প্রতিনিধিরা প্রণববাবুর মনোনয়ন পেশের সময় হাজির থাকলেও একমাত্র অনুপস্থিতি ছিল তৃণমূল কংগ্রেসের।

Updated By: Jun 28, 2012, 11:55 AM IST

রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জি ও এনডিএ সমর্থিত প্রার্থী পি এ সাংমার মনোনয়নপত্র পেশের মধ্যে দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল রাইসিনা হিলসের দৌড়। এদিন সকাল ১১টা নাগাদ সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী-সহ দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার সাধারণ সচিব বিবেককুমার অগ্নিহোত্রির দফতরে এসে মনোনয়ন পেশ করেন প্রণববাবু।
ফারুক আবদুল্লা, মুলায়ম সিং যাদব, লালুপ্রসাদ যাদব, রামবিলাস পাসোয়ান, অজিত সিং, ই আহমেদ, সতীশ চন্দ্র মিশ্র, ডি পি ত্রিপাঠী সমেত ইউপিএ জোটের শরিক ও সমর্থক দলগুলির সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা প্রণববাবুর মনোনয়ন পেশের সময় হাজির থাকলেও প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধিকে দেখা যায়নি এই অনুষ্ঠানে। অন্যদিকে এদিনই দুপুর আড়াইটে নাগাদ মনোনয়ন পেশ করেন এনডিএ সমর্থিত প্রার্থী পূর্ণ অ্যাজিটক সাংমা।
এদিন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-সহ ইউপিএ জোটের অন্যান্য নেতাদের সাক্ষর-সহ ৪ সেটের মনোনয়ন পত্র পেশ করেন প্রণব মুখার্জি। মোট ৪৮০ জন সাংসদ এবং বিধায়ক প্রণব মুখার্জির মনোনয়ন পত্রে তাঁর নাম প্রস্তাব ও সমর্থন করেছেন। তাত্‍পর্যপূর্ণভাবে প্রণববাবুর একদফা মনোনয়ন পত্রে প্রথম সই করেছেন এনডিএ আহ্বায়ক তথা জনতা দল(ইউনাইটেড) সভাপতি শরদ যাদবও। এছাড়া মনোয়নপত্রে সই করেছেন ইউপিএ সরকারের সমর্থক মুলায়ম সিং যাদব এবং মায়াবতীও। আজই মনোনয়ন পেশের আগে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সদস্যপদ ছাড়েন প্রণববাবু। মনোনয়ন পেশের পর প্রণববাবুর স্বীকৃত প্রতিনিধি হয়েছেন চন্ডীগড়ের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী পবনকুমার বনশল।

এদিন মনোনয়নপত্র পেশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় সদ্য-প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ভারতীয় রাজনীতির মহান ব্যক্তিত্বরা রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন। সেই পদে ইউপিএ জোটের প্রার্থী হতে পেরে তিনি গর্বিত। ইউপিএ জোটের শরিক ও সমর্থক দলগুলির পাশাপাশি বামপন্থী দুই দল সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক-সহ আরও অনেক রাজনৈতিক দল রাইসিনার রেসে প্রণববাবুকে সমর্থন জানিয়েছে। এমনকী এনডিএ শরিক জনতা দল(ইউনাইটেড), শিবসেনাও রয়েছে এই তালিকায়। এদিন সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে সমর্থন চান তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলগুলিরও। আগামী ৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে কলকাতায় যাবেন প্রণববাবু। রাজ্য বিধানসভায় বৈঠক করবেন বাম বিধায়কদের সঙ্গে।
পাটিগণিতের হিসেবে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে পি এ সাংমার থেকে অনেকটাই এগিয়ে আছেন প্রণব মুখার্জি। তবে মনোনয়ন পেশের সময় শক্তি প্রদর্শনের সুযোগ সম্ভবত হাতছাড়া করেনি বিজেপিও। লালকৃষ্ণ আডবানি, নীতিন গডকড়ি, সুষমা স্বরাজ, অরুণ জেটলির মতো হেভিওয়েট বিজেপি নেতাদের পাশাপাশি বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক, শিরোমনি অকালি দলের সভাপতি প্রকাশ সিং বাদল, এআইএডিএমকে'র সংসদীয় নেতা থাম্বিদুরাই হাজির ছিলেন পি এ সাংমার মনোনয়ন পত্র পেশের সময়। ছিলেন সদ্য এনডিএ জোটে যোগদানকারী জনতা পার্টির সভাপতি সুব্রহ্মণ্যম স্বামীও।

.