ত্রিপুরায় বাম বিদায় যুগান্তকারী, উচ্ছ্বসিত মোদী

শূন্য থেকে শিখরে পৌঁছেছি, ত্রিপুরা জয়ের পর প্রথম প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর। 

Updated By: Mar 3, 2018, 04:34 PM IST
ত্রিপুরায় বাম বিদায় যুগান্তকারী, উচ্ছ্বসিত মোদী

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় বিশাল ব্যবধানে জয়ের পর উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী। টুইটারে তাঁর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এই জয় তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, ''মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার মানুষ জনাদেশ দিয়েছেন। বিজেপির 'অ্যাক্ট ইস্ট' নীতিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষের স্বপ্নপূরণের জন্য বদ্ধপরিকর আমরা।''

ত্রিপুরার জয়কে যুগান্তকারী আখ্যা দিয়ে এদিন মোদী বলেন, ''অসাধারণ কাজ করেছেন ত্রিপুরার ভাই-বোনেরা। তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই। ত্রিপুরার পরিবর্তনে চেষ্টার খামতি রাখব না।''    

শুধু ইভিএম নয়, এটা বামেদের সঙ্গে আদর্শের লড়াই ছিল বলেও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর মতে, ''এটা অত্যাচারী শক্তির বিরুদ্ধে গণতন্ত্রের জয়। আজ থেকে শান্তি ও অহিংসা প্রতিষ্ঠিত হল ত্রিপুরায়।'' নাগাল্যান্ডে বিজেপির সাফল্যের জন্যেও ধন্যবাদ জানিয়েছেন মোদী। তিনি বলেন, ''নাগাল্যান্ডের অগ্রগতির জন্য পরিশ্রম করব।'' মোদীর কথায়, ''পোক্ত সংগঠন ও উন্নয়ন দিয়ে শূন্য থেকে শিখরে পৌঁছেছি আমরা।''

আরও পড়ুন- কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে ত্রিপুরায় বিজেপির উত্থান

বর্তমানে ১৯টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি ও এনডিএ জোট। এবার উত্তর-পূর্বেও ডালাপালা ছড়িয়ে দিল তারা। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ''একের পর এক নির্বাচনে এনডিএ সরকারের উপরে ভরসা রাখছেন ভারতবাসী। ইতিবাচক কাজ ও উন্নয়ন চাইছেন তাঁরা। নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতিকে সম্মান করেন না মানুষ।'' 

আরও পড়ুন- ত্রিপুরায় নোটার চেয়েও কম ভোট পেল তৃণমূল

.