Assam Earthquake: ফের ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল মাটি

শুক্রবার বাংলাদেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অসমের গুয়াহাটি এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অংশে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Updated By: Jun 16, 2023, 11:49 AM IST
Assam Earthquake: ফের ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল মাটি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার অসমের গুয়াহাটি এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অংশে ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি অনুসারে, রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশে।

কম্পন অনুভূত হয় শুক্রবার ভারতীয় সময় সকাল ১০.১৬ মিনিটে।  

 

ভূমিকম্পের কারণে কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

এর আগে ১১ জুন মধ্য অসমে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, একটি সরকারী বুলেটিন এই খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন: Cyclone Biparjoy: আজই ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল, উপকূলে জারি লাল সতর্কতা

এতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কারোর প্রাণহানি বা আহত হওয়ার বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: Predator Drone: আমেরিকা ভারতকে দিচ্ছে ভয়ংকর এই ঘাতক ড্রোন! এবার খুব সহজেই টার্গেটে শক্র?

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে সোনিতপুর জেলায় কেন্দ্রস্থলে সকাল ১১.৩৫ মিনিটে সর্বশেষ ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

এতে বলা হয়, ভূমিকম্পের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার।

.